দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিদ্যা সিনহা মিম নতুন একটি ব্যাগ কোম্পানির পণ্যের মডেল হিসেবে কাজ করতে চলেছেন। তিনি নতুন ওই বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়েছেন।
নতুন এই বিজ্ঞাপনটির নির্দেশনা দিবেন আরিয়ান শাহরিয়ার। আজ (২৪ এপ্রিল) হতে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
‘মন কী যে বলে শোন না’ নামের একটি ছবিতে কাজ করার জন্য মিম এ মাসেই ভারতে যাবেন। ছবিটি পরিচালনা করবেন কোলকাতার পীযূষ সাহা। এই ছবিতে তামিমের বিপরীতে অভিনয় করবেন কোলকাতার নায়ক সূর্য। নতুন এই ছবিটিতে রানী নামের একটি চরিত্রে অভিনয় করবেন মিম। ছবিটি বাংলাদেশের অংশের প্রযোজক টাইম ওয়ার্ল্ড মিডিয়া লিমিটেড ও ভারতের অংশ প্রযোজনা করছে প্রিন্স এন্টারটেইনমেন্ট।
উল্লেখ্য, মিম বর্তমানে বড়পর্দাতেই বেশি সময় দিচ্ছেন। ছোটপর্দায় দর্শকরা তাকে সবশেষ দেখেছে ভালোবাসা দিবসে নির্মিত মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘তোমার পিছু পিছু’ নামে একটি খণ্ড নাটকে। মিমের বর্তমানে মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির শুটিং চলছে।