দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তালা কেনো দেওয়া হয় সেটি সকলের জানা। কিন্তু হঠাৎ করে যদি শোনেন এমন একটি তালা রয়েছে যেটি খোলার রহস্য শুনলে আপনিও চমকে যাবেন!
প্রভুর সম্পত্তি আগলে রয়েছেন এক সৈনিক। মাথায় বাঁকানো একটি হ্যাট। হাতে রয়েছে তরোয়াল। দৃঢ় পায়ে দাঁড়িয়ে সমস্ত মূল্যবান সম্পত্তি রক্ষা করার দায়িত্ব যেনো তাঁর বলিষ্ঠ কাঁধেই তুলে নিয়েছেন তিনি। তবে সত্যিই পারবেন কি? কেনোনা এই সৈনিক যে স্রেফ একটা ধাতব মূর্তি! ধাতব সৈনিক কি সত্যিই সম্পত্তি রক্ষা করতে পারে? এ প্রশ্ন আসতেই পারে। এই আশ্চর্য তালার কায়দাকানুন জানলে বোঝা যাবে, ধাতব হলেও সৈনিক তাঁর নিজের কাজই করে চলেছেন সব সময়। কোনওভাবেই তাঁর নজর এড়িয়ে এই তালা কেও খুলতে পারবে না।
ছাপোষা এক তালা এটি নয়। তালা সাধারণ দেখতে যেমন হয় আদতে কিন্তু তা নয়। বরং আধুনিকতায় ফিলহাল সিকিউরিটি ফিচার্সের নামিদামী তালাদেরও দশ গোল দিতে পারে এই বিশেষ তালা।
আজকের কথা নয়, সেই ১৬৮০ সালে এই অদ্ভূত তালাটি তৈরি করেন জন উইলকস। সাধারণভাবে এই তালার সামনে দাঁড়ালে মাথামুণ্ডু কিছুই আপনি বুঝতে পারবেন না। কোন কায়দায় যে তা খোলা যাবে তা তো দূরের কথা অাস্ত চাবি ঢোকানোর রাস্তা খুঁজতেও হিমশিম খেতে হবে আপনাকে। কেনোনা সবই লুকিয়ে রেখেছে ওই ধাতুর সৈনিক তালাটি। ঠিক রাজা-বাদশাহদের আমলে সিন্দুক কিংবা গুপ্তদ্বার খোলার যে প্রক্রিয়া ছিল এখানেও ব্যাপারটা অনেকটা সেরকম। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পে পাওয়া যাবে এক ধর্মচক্রের কথা। যার ঠিক মাঝের ছিদ্রে তীর বিঁধতে পারলে তখন রাজপ্রাসাদের গুপ্তদরজার কবাট খুলতো। এই তালাতেও যতো রহস্য রয়েছে।
তবে চাবি প্রবেশের স্থান আসলে কোথায়? আবার শরণাপন্ন হতে হবে পাহারাদারের। মাথার ঘাম আপনাকে এবার সত্যিই পায়ে ফেলতে হবে। কেনোনা সৈনিকের পায়েই লুকানো রয়েছে তালা খোলার সেই ছিদ্র্টি। এর সন্ধান মিললে তবেই তালা খোলার সম্ভব হবে। তবে একবার নয়, দু’বার ঘোরানোর পরই খুলে যাবে তালা।
তাহলে কি যে কেও তালা খুলতে পারে? তালার ঠিক গায়েই যেটি সাধারণ চক্র বলে মনে হচ্ছে, সেখানে লুকানো রয়েছে আরেক জাদু। কারণ হলো প্রতিবার তালা খোলা-বন্ধ করায় সৈনিকের তরোয়ালটি নির্দেশ করছে এক একটি সংখ্যাকে।
ছোট একটি বোতামে চাপ দিয়েই সে সংখ্যাকে নিজের ইচ্ছেমতো সাজিয়ে নেওয়া যায়। অনেকটা এখনকার ব্রিফকেস বা ট্রলি ব্যাগে যেরকম পদ্ধতি থাকে ঠিক সে রকম।
যে কারণে অন্য কেও যদি এই তালা মাথা খাটিয়ে খুলতেও পারেন, তবে সঙ্গে সেঙ্গ ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দেখুন ভিডিও