দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নেদারল্যান্ডসের রয়াল ডাচ এয়ারলাইন্স কেএলএম-এর বিমানের ককপিটে দেশটির রাজাকে দেখলে অবাক হওয়ার কিছুই নেই। কারণ হলো তিনি ২১ বছর ধরে নাকি সেই বিমানসংস্থাটির বিমান চালিয়েছেন!
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ভর্তুকি দিয়ে চলা দেশটির জাতীয় এই বিমানসংস্থাটির বিমান চালনোকে নিজের পার্ট টাইম জব এবং ‘শখ’ হিসেবে অভিহিত করেছেন রাজা উইলেম আলেক্সান্ডার। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় অর্থাৎ দীর্ঘ ২১ বছর ধরে পাইলটের দায়িত্ব পালন করা ডাচ রাজা তার এই গোপন তথ্যটি জানিয়েছেন দ্য টেলিগ্রাফ নামে একটি ডাচ পত্রিকাকে। কেএলএম বিমানসংস্থার বিমান চালানোর পূর্বে তিনি মার্টিনএয়ার-এর বিমান চালিয়েছিলেন।
ডাচ সংবাদপত্রের সঙ্গে ওই সাক্ষাৎকারে ডাচ রাজা বলেছেন, ইউরোপের ছোট দূরত্বের ফ্লাইটে কো-পাইলটের চেয়ারে নিয়মিতভাবে তিনি বসতেন। রাজকীয় দায়িত্বের চাপ হতে বাঁচার জন্য মাসে অন্তত দুইবার ইউরোপের ফ্লাইটে যেতেন।
বিমানচালনার অভিজ্ঞতা নিয়ে রাজা উইলেম আলেক্সান্ডার বলেছেন, ‘আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমার এমন একটি শখ রয়েছে যার জন্য আমাকে পুরোপুরিভাবে মনোযোগ দিতে হয়। বিমানের ককপিটে যখন বসি তখন ভাবনা শুধু বিমানটি, যাত্রী এবং ক্রুদের নিয়েই। তাদের প্রতি দায়িত্ব রয়েছে। রাষ্ট্রের সমস্যা নিয়ে মূলত আকাশে উড়া যায় না। তখন কোন একটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আপনাকে পুরো বিচ্ছিন্ন করে ফেলতে পারেন রাজকীয় দায়িত্ব হতে। আমার কাছে মূলত ফ্লায়িংয়ের এটা হচ্ছে সবচেয়ে মজার একটি দিক।’
ডাচ রাজা উইলেম আলেক্সান্ডার তার আরেকটি গোপন কথা ফাঁস করেন যে, তিনি এবার বোয়িং ৭৩৭ চালনার প্রশিক্ষণ নিচ্ছেন। খুব শীঘ্রই হয়তো বোয়িং ৭৩৭ এর ককপিটে দেখা যাবে এই রাজাকে!
This post was last modified on এপ্রিল ১০, ২০১৮ 9:31 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…