দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিপাশা কবির চলচ্চিত্রে আসার পর ফুসরত পাননি একটুও। একের পর এক ছবির অফার পেয়েছেন তিনি। আসছেন বিপাশার তিনটি নতুন ছবি।
বর্তমানে বিপাশা কবির অভিনীত তিনটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব ছবিগুলো হলো- বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, সৈকত নাসিরের ‘পাষাণ’ ও সারোয়ার হোসেনের ছবি ‘খাস জমিন’। তবে ‘রাজনীতি’ চলচ্চিত্রে কেবলমাত্র একটি গানে বিপাশা কবিরকে দেখা যাবে।
নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ঈদে শাকিব খান, অপু বিশ্বাস এবং বিপাশা কবির অভিনীত ‘রাজনীতি’ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিপাশা কবির নায়িকা হিসেবে ‘পাষাণ’ ও ‘খাস জমিন’ চলচ্চিত্রের অভিনয় করেছেন।
উপরোক্ত এই দুটি চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ওম ও এপার বাংলার সাইমন সাদিক। প্রায় ৫০টি চলচ্চিত্রে আইটেম গার্ল হিসেবে বিপাশা কবিরকে দেখা গেলেও তিনি বর্তমানে নায়িকা হিসেবেই কাজ করতে বেশি আগ্রহী।
উল্লেখ্য, নায়িকা হিসেবে বিপাশা কবির অভিনীত প্রথম চলচ্চিত্র হলো সায়মন তারিকের ‘গুণ্ডামি’ চলচ্চিত্র।