দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের ঈদে মুক্তির মিছিলে এসেছে বেশ কয়েকটি সিনেমা। তবে মুক্তির মিছিলে আসা সিনেমাগুলোর বেশ কয়েকটি নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
ঈদের আর খুব বেশি দিন বাকি নেই, বড়োজোর দুই সপ্তাহের মতো। কিন্তু এখনও কাটেনি সিনেমা পাড়ার জটিলতা। যৌথ প্রযোজনার ‘বস-২’ ঈদের মুক্তির কথা থাকলেও এখন আটকে রয়েছে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর। এদিকে যৌথ প্রযোজনার আরেকটি সিনেমা ‘নবাব’র ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনও জানায়নি সেন্সর প্রিভিউ কমিটি।
অপরদিকে ঈদে মুক্তির মিছিলে থাকা ‘রংবাজ’ সিনেমার শুটিং এখনও শেষ হয়নি। ছবির গানের দৃশ্য ধারণ হলে শেষ হবে পুরো ছবির কাজ। তাই গানের দৃশ্যের শুটিংয়ের জন্য সুইজারল্যান্ডের প্লাটো রোসা বরফশৃঙ্গে গত রবিবার দিনভর শুটিং হয়েছে ‘রংবাজ’ ছবির।
তাই এবার ঈদের ছবিগুলো নিয়ে বেশ সংশয়ের সৃষ্টি হয়েছে। তবে এইসব প্রযোজনা সংস্থাগুলো এখনও মনে করছে, ঈদেই মুক্তি দেওয়া সম্ভব হবে। এখন দেখা যাক, সময়ই সবকিছু বলে দেবে।