দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ রাজাদের থাকবে বিশাল রাজত্ব, থাকবে অঢেল সম্পত্তি। কিন্তু এই রাজা তেমন নন। নিজের দেশ ছেড়ে এসে তিনি মালি হিসেবে কাজ করেন আরেক দেশে।
বলা হচ্ছে এরিক মানু নামের পশ্চিম আফ্রিকার একটি উপজাতির রাজার কথা। গত বছর উপজাতিটির প্রাক্তন রাজা মানুর চাচা মারা গেলে তিনি পরবর্তী রাজা হিসেবে নির্বাচিত হন। স্ত্রী ও পুত্রের সাথে তিন বছর কানাডায় থাকার পর তিনি রাজা হিসেবে ফিরে গিয়েছিলেন ঘানার দক্ষিণ অঞ্চলে।
তিনি আবার কানাডায় ফিরে এসেছেন বাগানের মালি হিসেবে কাজ করে অর্থ উপার্জন করে আফ্রিকায় তার প্রজাদের স্বাস্থ্যসেবায় ব্যয় করার জন্য।
রাজা হওয়া সম্পর্কে মানু বলেন, “এটা একটা বিরাট অভিজ্ঞতা। আপনাকে ব্যাপারটি আগ্রহের সাথে গ্রহণ করে নিতে হবে। এটি আমার ঐতিহ্য ও সংস্কৃতির সাথে জড়িত।”