দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বাংলার দামাল ছেলেরা আজ (বৃহস্পতিবার) ভারতের সঙ্গে লড়াইয়ে নামছে।
সেমি ফাইনালে যাওয়ার পর থেকে রব শোনা যাচ্ছে ফাইনালে যাওয়ার জন্য। তাই দেশের লক্ষকোটি দর্শকদের প্রত্যাশা বাংলার টাইগাররা পূরণ করবেন। যদিও বাংলাদেশের জন্য আজ অপেক্ষা করছে ক্রিকেট বিশ্বের এক শক্তিশালি দল। তারপরও টাইগার ভক্তদের প্রত্যাশা বাংলদেশে যখন এতোদূর এসেছে নিশ্চয়ই ফাইনালেও যেতে পারবে। তবে সময়ই বলে দেবে কি হবে।
এদিকে চট্টগ্রামের ভয়াবহ পাহাড় ধসে মৃত্যুর কারণে আজকে বাংলাদেশ দল কালো ব্যাজ ধারণ করে ভারতের বিপক্ষে কালো মাঠে নামবে টাইগাররা। আজ (বৃহস্পতিবার) এজবাস্টনে বাংলাদেশ সময় ৩টা৩০ মিনিটে এই ম্যাচ শুরু হবে।
জানা যায়, গতকাল (বুধবার) টাইগাররা পাহাড় ধসে নিহতদের ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রায় অধিকাংশ ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বাংলাদেশ দলের ক্যাপটেন মাশরাফি লেখেন, ‘পাহাড় কাটা ও অপরিকল্পিত বসত বাড়ির কারণে প্রায় প্রতিবছরই এই সময়টিতে পাহাড় ধ্বসের কারণে হতাহতের খবর শুনতে হয়। ভূমি ধসে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি।’
মাশরাফি আরও লিখেছেন, ‘উদ্ধার কাজ করতে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের জন্য জীবন দেওয়া সবাই পারে না, কিন্তু আপনারা পেরেছেন।’
This post was last modified on জুন ১৫, ২০১৭ 11:45 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…