দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি পেশাগত জীবনের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি খুব ভালোভাবেই জানেন বসের সঙ্গে সুসম্পর্ক থাকার গুরুত্ব। আপনার ক্যারিয়ারের উন্নতি অনেকটাই নির্ভর করছে এই বিষয়টির উপর।
কর্ম জীবনে আমরা সবাই চাই বসের সুনজরে থাকতে। কিন্তু সবার পক্ষে এটি করা সম্ভবপর হয়ে ওঠে না। তবে কিছু বিষয় যদি আপনি মেনে চলতে পারেন তাহলে বসের সুনজরে থাকা আপনার জন্য খুব কঠিন কিছু হবে না। জেনে নিন বসের সুনজরে আসার কিছু সহজ কৌশল-
বসের নজরে আসার সবচেয়ে সহজ উপায় হল সময় মতো আপনার কাজ শেষ করা। আপনি যতোই দক্ষ হোন না কেনো, কাজের ব্যাপারে সময় মেনে না চললে কখনোই বসের প্রশংসা পাবেন না। যদি কোনো কাজ করতে আপনার বেশি সময় লাগবে বলে মনে হয়, তাহলে বসকে তা আগে থেকে জানিয়ে রাখুন।
বসের কাছে নিজের সীমাবদ্ধতা বা ব্যর্থতা স্বীকার করার মধ্যে নেতিবাচক কিছু নেই। তাই ব্যর্থ হলে পরিষ্কারভাবে বসকে তা জানান। এতে করে আপনার সততা তার কাছে প্রমাণিত হবে।
বসের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে তার সব কথা মেনে নেবেন না। কোনো ব্যাপার আপনার কাছে যুক্তিযু্ক্ত মনে না হলে ভদ্রভাবে তা বুঝিয়ে বলার চেষ্টা করুন। আপনার কথা গ্রহণযোগ্য হলে বস বুঝতে পারবেন আপনি তার প্রতিষ্ঠানের ব্যাপারে যত্নশীল।
আপনি যে পেশায় নিয়োজিত আছেন সেটি সম্পর্কে সবসময় নতুন তথ্য জানতে চেষ্টা করুন। এতে করে আপনার জ্ঞান যেমন বাড়বে তেমন আপনার বসও বুঝতে পারবেন যে আপনি নিজের দক্ষতা বাড়ানোর ব্যাপারে মনোযোগী।
যদি মনে হয় যে, আপনার প্রতিষ্ঠান বিনা কারণে কোনো ক্ষেত্রে ব্যয় করছে তাহলে সে ব্যাপারে আপনার বসকে অবগত করুন। কোনো বসই চান না তার প্রতিষ্ঠান অযথা ব্যয় করুক। এ ব্যাপারে কর্মচারীদের কাছ থেকে পরামর্শ পেলে তারা খুশি হন।
বসের সামনে একান্ত প্রয়োজন না হলে কোনো সহকর্মীর সমালোচনা করবেন না। এতে করে আপনার সম্পর্কেই তার বিরূপ ধারণা সৃষ্টি হতে পারে। কোনো সহকর্মীর প্রতি আপনার অভিযোগ থাকলে তার সাথে কথা বলে সেটি মিটিয়ে নেওয়াই ভালো।
This post was last modified on এপ্রিল ৫, ২০১৮ 8:28 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…