দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলতে বলতে চলে এলো ঈদ। যারা শহর ছেড়ে বাড়িতে ঈদ কাটাবেন তাদের প্রস্তুতি হয়তো অনেকটা শুরুও হয়ে গেছে। আপনার ঈদের জার্নি সহজ করার জন্য দেওয়া হল ৫টি টিপস্।
ঈদে বাড়ি ফেরা মানে যেনো এক যুদ্ধ। বিশেষত যারা ঢাকায় থাকেন তাদের জন্য ঈদে বাড়িতে ফেরা অনেক সময় অত্যন্ত কষ্টদায়ক হয়ে ওঠে। একেতো থাকে যানবাহনের টিকিট পাওয়ার ঝামেলা, তারপর আবার রাস্তায় থাকতে পারে জ্যামের ভোগান্তি। তাছাড়া টুকটাক ঝামেলাতো লেগেই থাকে। সব ধরনের ঝামেলা এড়াতে জার্নি করার পূর্বে প্রস্তুতি নিন নিচের বিষয়গুলি মাথায় রেখে।
ব্যাগ গোছান চিন্তা করে
ব্যাগ গোছানোর ব্যাপারে আপনাকে আগে থেকেই চিন্তুা করতে হবে। প্রয়োজনীয় জিনিস সাথে না নিলে পরবর্তীতে নানা ধরনের সমস্যায় পড়তে হয়। জামা-কাপড়ের পাশাপাশি প্রয়োজন মতো ঔষধ, পানি ও ব্যাগ (বমি ফেলার জন্য) ও শিশুদের যাবতীয় জিনিস আগে থেকেই ব্যাগে রাখতে শুরু করুন।
শিশুদের সুরক্ষা
আপনার সাথে যদি শিশু থাকে তাহলে তার ব্যাপারে সচেতন হতে হবে সবার আগে। বাস বা ট্রেনের জানালার পাশের সিটে শিশুকে বসতে দেবেন না কারণ এতে করে রোদ ও ধূলাবালি লাগার সম্ভাবনা বেড়ে যায়। জার্নির সময় যাতে শিশুর গরম না লাগে তাই সাথে হাত পাখা নিন। এছাড়া পানির বোতল অবশ্যই সাথে রাখুন। বাইরের পানি কিছুতেই শিশুকে দেবেন না।
অসুস্থতায় করণীয়
আপনার যদি কোনো অসুস্থতা থাকে তাহলে সঠিক চিকিৎসা নিয়ে জার্নির পূর্বেই তা সারিয়ে ফেলার চেষ্টা করুন। কারণ অসুস্থ শরীরে জার্নি করা অত্যন্ত কষ্টের। আপনার যদি হাঁড়ের ব্যথা থাকে তাহলে বাসের সামনের দিকে বসুন। পিছনে বসলে ঝাঁকি লেগে ব্যথা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।
গর্ভবতী মহিলাদের জন্য বাড়তি সতর্কতা
গর্ভাবস্থায় মহিলাদের জার্নি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষত গর্ভধারণের শেষ তিন মাসে এ ব্যাপারে অত্যন্ত সাবধান হতে হবে। খারাপ রাস্তায় গর্ভবতী মহিলাদের জার্নি না করাই শ্রেয়। জার্নি করা একান্ত প্রয়োজনীয় হলে বিমান বা ভালো লঞ্চে করা যেতে পারে। বাসে ঝাঁকুনি বেশি বলে গর্ভবতী মহিলাদের এতে ওঠা উচিত হবে না।