The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

মাদারবোর্ড কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে

কম্পিউটারের মাদারবোর্ডের সঙ্গে মাইক্রোপ্রসেসর, প্রধান মেমরি এবং কম্পিউটারের অন্যান্য অপরিহার্য অংশগুলো যুক্ত থাকে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান যুগে ল্যাপটপই বেশি ব্যবহার করা হয়। তবুও অনেকেই এখনও ব্যবহার করেন ডেস্কটপ কম্পিউটার। এটি যদি আপনি কিনতে যান তাহলে মাদারবোর্ড কেনার সময় কতোকগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে।

মাদারবোর্ড কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে 1

কম্পিউটারের মাদারবোর্ডের সঙ্গে মাইক্রোপ্রসেসর, প্রধান মেমরি এবং কম্পিউটারের অন্যান্য অপরিহার্য অংশগুলো যুক্ত থাকে। অন্যান্য অংশের মধ্যে রয়েছে শব্দ এবং ভিডিও নিয়ন্ত্রক, অতিরিক্ত তথ্যভান্ডার, বিভিন্ন প্লাগইন কার্ড যেমন: ল্যান কার্ড ইত্যাদি। কি-বোর্ড,মাউসসহ সব ইনপুট/আউটপুট যন্ত্রাংশ মাদারবোর্ডের সঙ্গেই যুক্ত থাকে।

তাই কম্পিউটার কেনার ক্ষেত্রে অবশ্যই মাদারবোর্ড এর বিষয়গুলো খেয়াল করে কিনতে হবে। মাদাবোর্ড কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার সে বিষয়ে আজ জেনে নিন।

? আপনাকে চেষ্টা করতে হবে বাজারে আসা সর্বশেষ মাদারবোর্ডটি কেনার জন্য। কারণ হলো এতে আপনি সর্বশেষ নতুন ফিচারগুলো পেতে পারেন। মাদারবোর্ডটি কোন কোন স্পিডের প্রসেসরকে সাপোর্ট করে বা সর্বশেষ মডেলের প্রসেসর এবং র‌্যাম সাপোর্ট করে করে কিনা সেটি যাচাই করে নিতে হবে। যদি পারেন তাহলে অনলাইন হতে মাদারবোর্ড সম্পর্কিত কিছু তথ্য সংগ্রহ করে তারপর কিনুন।

? আমরা যতোদুর জানি মাদারবোর্ড সাধারণত ৩ বৎসরের বেশি ভালোভাবে ব্যবহার করা যায়। তাই ভবিষ্যতের কথা বিবেচনা করে মাদারবোর্ডটি সর্ব্বোচ্চ কতো ক্ষমতা পর্যন্ত র‌্যাম এবং প্রসেসর সাপোর্ট করবে সেটি মাথায় রাখতে হবে।

? মাদারবোর্ডে র‌্যাম স্লট কয়টি বা কতোটুকু পরিমাণ পর্যন্ত সমর্থন করে তা অবশ্যই বিবেচনায় রাখতে হবে। এর কারণ হলো আপনি যতো বেশি র‌্যাম ব্যবহার করবেন আপনার পিসি ততো বেশি দ্রুত গতির হবে।

? মাদারবোর্ডে কতগুলো ইউএসবি পোর্ট রয়েছে সেটিও ভালো করে দেখে নিন। যতো বেশি পোর্ট পাবেন ততো বেশি ইউএসবি ডিভাইস ব্যবহারের সুযোগ থাকবে। চেষ্টা করুন USB 3.0 ভার্সনের মাদারবোর্ড নেওয়ার জন্য। আপনি যদি গান শোনার ভক্ত হয়ে থাকেন তা হলে সেক্ষেত্রে built-in Sound card সহ মাদারবোর্ড নিতে হবে।

? মাদারবোর্ডে হার্ডডিস্ক লাগানোর জন্য কয়টি পোর্ট রয়েছে তা ভালো করে দেখে নিন। বেশি পোর্ট থাকলে সেটি অবশ্যই আপনার জন্য খুবই ভাল হবে। একটু বড় মাপের মাদারবোর্ড নিলে অন্যান্য আনুসাঙ্গিক যন্ত্র লাগাতে আপনার অনেক সুবিধা হবে।

? মাদারবোর্ডে কি কি স্লট রয়েছে এবং কয়টি করে রয়েছে তা ভালো করে দেখে নিন। ক্ষেত্রে PCI ও ISA স্লটগুলোর বিষয়ে বেশি খেয়াল রাখবেন। ভালো গেমস খেলার জন্য High End Graphic Card এর প্রয়োজন। তাই PCI Express স্লট কয়টি তা আপনি দেখে নিন। এর কারণ হলো SLI বা Crossfire করতে হলে এই বিষয়গুলো অবশ্যই আপনার মাথায় রাখা উচিত।

মাদারবোর্ড ক্রয়ের সময় কোম্পানির নামগুলো ভালো করে দেখে নিন। মাদারবোর্ড প্রস্তুতকারক কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আসুস, গিগাবাইট, ইন্টেল ইত্যাদি। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় মাদারবোর্ড প্রস্তুতকারক কোম্পানি হলো আসুস। তাই এটি বড় একটি ব্র্যান্ড।

যাহোক আপনি যখন মাদারবোর্ড কিনতে যাবেন তখন উপরোক্ত বিষয়গুলো ভালো মতো খেয়াল করে তারপর ক্রয় করুন।

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali