দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেতা নোবেল, মোশাররফ করিম ও চিত্রনায়িকা পূর্ণিমাকে এবারের ঈদের একটি বিশেষ নাটকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে। এই নাটকটির নাম ‘যখন সময় থমকে দাঁড়ায়’।
জনপ্রিয় মডেল ও অভিনেতা নোবেল, মোশাররফ করিম ও চিত্রনায়িকা পূর্ণিমা। জনপ্রিয় এই তিন তারকাকে এবারের ঈদ উপলক্ষে ‘যখন সময় থমকে দাঁড়ায়’ নাটকে একসঙ্গে দেখা যাবে।
নাটকটির গল্পে দেখা যাবে:
আনোয়ার ও অপূর্বার এক সুখের সংসার; এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারায় অপূর্বা। দীর্ঘ দুই যুগ পর অপূর্বার স্মৃতি আবার ফিরে আসে। তবে ততোদিনে তার স্বামী আনোয়ারের বয়স সত্তরের কাছাকাছি হলেও অর্পূবার বয়স যা ছিল ঠিক তাই আছে।
কোনো এক ঘটনাক্রমে পরিচয় হয় ফয়সালের সঙ্গে অপূর্বার। অন্যদিকে ফয়সালের প্রতি দুর্বলতা জন্মায় মিথিলার। এমন এক গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রায়হান খান। নাটকে ফয়সাল চরিত্রে অভিনয় করছেন নোবেল, আনোয়ার চরিত্রে মোশাররফ করিম, অপূর্বা চরিত্রে পূর্ণিমা ও মিথিলা চরিত্রে নোভা অভিনয় করেছেন।
‘যখন সময় থমকে দাঁড়ায়’ নাটকটি আরটিভিতে ঈদের ৫ম দিন রাত ৮.৩৫ মিনিটে প্রচারিত হবে বলে জানা গেছে।