দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শীর্ষন্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হলো সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান নতুন গানের মিউজিক ভিডিও ‘আমার ইচ্ছে কোথায়’।
নতুন গানের মিউজিকের এই গানটির ভিডিওতে ইমরানের সঙ্গে পারফর্ম করেছেন কোলকাতার মেয়ে মৌমিতা হরি।
সাউন্ডটেক এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়েছে এই গানটি। ইতিমধ্যেই ঈদ বিশেষ আয়োজন এই গানটি ব্যাপক সাড়া জাগিয়েছে।
‘তোমার ইচ্ছেই তো সব/আমার ইচ্ছে কোথায়/পাশে থেকেও যেনো ভিন্ন চিলেকোঠায়…..আমার ইচ্ছে কোথায়…..’ চমৎকার এমন শিরোনামের গানটির কথা লিখেছেন জুলফিকার রাসেল। সুর ও অনান্য ফিউশন কম্পোজিশন করেছেন শিল্পী নিজেই।
এই গানটির দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ইউটিউবে গানটি প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছে।
দেখুন গানটির ভিডিও
https://www.youtube.com/watch?v=pUT6eYhVONQ