দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগের রেশ কাটতে না কাটতেই আবারও ধর্মীয় মৌলবাদীদের আক্রমণের মুখে পড়েছেন জনপ্রিয় সঞ্চালক ও অভিনেতা মীর আফসার আলি। এবারও ঘটনার মূলে ফেসবুক মন্তব্য।
ফেসবুকে ছবি পোস্ট ও তার নিচে ক্যাপশনে মন্তব্য করে চরম রোষের মুখে পড়েছেন ভারতের জি-বাংলার জনপ্রিয় অনুষ্ঠান মীরাক্কেলের এই উপস্থাপক। তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে মীরকে।
গতকাল (সোমবার) ঈদের দিনে নামাজ শেষে বাবার সঙ্গে একটি ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন মীর। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “আমার আব্বা… আমার আল্লাহ…।” তারকা ব্যক্তি মীরের ফেসবুক পেজে এই পোস্ট পছন্দ হয়নি বহু ধর্ম প্রাণ মুসলমানদের। এরপর হতেই ওই পোস্টের কমেন্টে শুরু হয় নানা আক্রমণ। নিজের জন্মদাতাকে ‘আল্লাহ’র সঙ্গে এভাবে তুলনা করে মারাত্মক পাপ করেছেন মীর।
যে কারণে জনপ্রিয় তারকা মীরের ফেসবুক পেজে করা পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। জনৈক ব্যক্তি তাকে আক্রমণ করে লিখেছেন, বিধর্মীদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটিয়ে থাকেন মীর। সেই কারণেই তিনি ইসলামের জ্ঞান সম্পর্কে মোটেও অবগত নন। গান বাজনা ও পাপ কাজের বিষয়ে মীরের বহুল জ্ঞান রয়েছে বলেও কটাক্ষ করেন ওই ব্যক্তি। কেও আবার মীরের ইসলামিক জ্ঞান না থাকার জন্য তার বাবাকে দায়ী করেন। তার বাবাই নাকি মীরকে প্রকৃত শিক্ষা হতে বঞ্চিত করে রেখেছেন।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে এই ধরণের একটি ঘটনা ঘটে। ২৫ ডিসেম্বর বড়দিনে স্ত্রী-কন্যার ছবি ফেসবুকে পোস্ট করেন মীর। খ্রিস্টানদের উৎসব বড়দিন পালন ও হিজাব ছাড়া স্ত্রী-কন্যার ছবি ফেসবুকে পোস্ট করার অপরাধে মীরকে এভাবেই আক্রমণের করা হয় সেসময়।
This post was last modified on জুন ২৭, ২০১৭ 1:40 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একদিনে কিন্তু ওজন কমানো সম্ভব নয়। দিনের পর দিন জিমে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গোল্ড সঞ্চয়কে সবার জন্য আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় এবং ঝামেলাহীন করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের প্রথম সিডিএমএ প্রযুক্তি ব্যবহারকারী মোবাইলফোন অপারেটর সিটিসেল আবারও সাশ্রয়ী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসতে যাচ্ছেন বলিউডের দুই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এবং লেবাননে গণহত্যা চালানোর ঘটনায় বর্বর ইসরায়েলের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, একটি রাস্তার ধারে ভারতীয়…