দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ধরুন, আপনার কেনা একটি হুডি আপনার সন্তান ব্যবহার করলো। আপনার সন্তানের ব্যবহারের পর সেটা ব্যবহার করলো আপনার নাতি-নাতনিরা। এও কি সম্ভব? হ্যাঁ, অচিরেই বাজারে আসবে এমন এক হুডি।
ভোলব্যাক নামক একটি পোশাক নির্মাতা প্রতিষ্টান প্রস্তুত করেছে “১০০ বছরের হুডি”। গত দুই বছর ধরে কাজ করার পর এটি এবার উন্মুক্ত করা হবে সাধারণের ক্রয়ের জন্য। হুডিটি কতোটা টেকসই তা বোঝার জন্য আগুনের শিখা, স্ফুলিঙ্গ ও প্রচণ্ড ঘর্ষণ দ্বারা এটিকে পরীক্ষা করা হয়েছে। সব ধরনের পরীক্ষাই উতরাতে সক্ষম হয়েছে হুডিটি।
হুডিটি সুতির কাপড়ের মতো নরম হলেও এটি প্রস্তুতের জন্য ব্যবহার করা হয়েছে কেলভার ফাইভার ও অন্যান্য কিছু উপাদন, যেগুলি সাধারণত নভোচারী ও যোদ্ধাদের জন্য তৈরি বিশেষ ধরনের পোশাকে ব্যবহার করা হয়। এর ফলে হুডিটি সহজে ছিঁড়ে বা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। ৩০০ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রয়েছে এটির।
নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, হুডিটি ২০০০ বার কাচা যাবে এবং পরিধান করা যাবে ৪০০০ বার। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৫ ডলার।
তথ্যসূত্র: www.odditycentral.com