দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গবেষকরা মিথ্যাবাদি ধরার জন্য নতুন এক পদ্ধতি নিয়ে কাজ করছেন । গবেষকরা বলেছেন, কম্পিউটারে মাউসের ব্যবহারের ধরণ দেখেই মূলত চেনা যাবে মিথ্যুককে!
গবেষকরা বলেছেন, মাউস ঘোরানোর ধরন দেখেই বোঝা যাবে কম্পিউটারে করা কোনো প্রশ্নের উত্তরে কেও মিথ্যা নাকি আসলেও সত্যি বলছে।
সিএনএন এর এক খবরে বলা হয়েছে, ইতালির পাভোদা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সত্য-মিথ্যা যাচাইয়ের এই গবেষণায় ব্যবহার করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স)। যেটি ভবিষ্যতে অনলাইনে ভুয়া রিভিউ এবং জাল ইন্সুরেন্স শনাক্ত করতে বিশেষভাবে সহায়তা করবে।
গবেষণার সময় অ্যালগোরিদম সিস্টেমে কিছু নমুনা উত্তর দেওয়া হয়। সেই নমুনার ভিত্তিতেই মাউস নাড়াচাড়ার ধরণ বুঝেই মূলত কম্পিউটার সত্য-মিথ্যা যাচাইয়ের কাজটি করতে পারবে।
এই গবেষণার জন্য ৬০ জন শিক্ষার্থীকে কম্পিউটারে কিছু প্রশ্ন করতে বলা হয়। উত্তরের সময় কোনও কোনও শিক্ষার্থীকে পরিচয় গোপন করতে বলা হয়।
সেখানে দেখা যায়, যারা নিজেদের সম্পর্কে সঠিক তথ্য দিয়েছে, তারা মাউস নাড়িয়ে সরাসরি উত্তরে ক্লিক করেছে। আর যাদেরকে নিজের সম্পর্কে ভুয়া তথ্য দিতে বলা হয়েছিল তারা মাউস নাড়ানোর পূর্বে অনেক্ষণ সময় নিয়েছেন। উত্তরও দিয়েছেন ঘুরিয়ে-পেঁচিয়ে।
This post was last modified on জুলাই ১০, ২০২১ 7:50 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ পৌষ ১৪৩১…