যেসব অভ্যাস বাড়ায় আপনার খুশকির সমস্যা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার কি খুশকির সমস্যা রয়েছে? অনেক চেষ্টার পরও খুশকি পুরোপুরি যাচ্ছে না? আপনি কি জানেন, কিছু দৈনন্দিক অভ্যাসের কারণে খুশকি হতে পারে?

খুশকির সমস্যার সমাধান করতে চাইলে আপনাকে যেসব অভ্যাসের কারণে খুশকির সমস্যা বৃদ্ধি পায় সেগুলি চিহ্নিত করে এড়িয়ে চলতে হবে। তবে দেখে নিন এ ধরনের কোনো অভ্যাস আপনার রয়েছে কিনা।

গরম পানিতে মাথা ধোয়া

গরম পানিতে মাথা ধোয়ার কারণে খুশকির সমস্যা বেড়ে যেতে পারে। কারণে গরম পানি মাথার ত্বকের শুষ্কতা বাড়িয়ে দেয়। আপনার এই অভ্যাসটি থাকলে ত্যাগ করতে হবে।

শ্যাম্পু বেশি ব্যবহার করা

শ্যাম্পু দৈনিক ব্যবহার করা উচিত নয়। অতি মাত্রায় শ্যাম্পু ব্যবহার করা হলে মাথার ত্বকের তৈলাক্তভাব কমে যায় এবং খুশকি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই প্রতিদিন ব্যবহার না করে ৩ দিন পরপর শ্যাম্পু ব্যবহার করার অভ্যাস করুন।

পুষ্টিকর খাবার না খাওয়া

পুষ্টিকর খাবার নিয়মিত না খাওয়া খুশকি হওয়ার পিছনে ভূমিকা রাখতে পারে। আপনি যদি শাকসবজি-ফলমূল না খেয়ে বেশি মাত্রায় জাঙ্কফুড গ্রহণ করেন তাহলে পুষ্টির অভাবে খুশকি হওয়ার সম্ভাবনা থাকে।

Related Post

পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা

আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে আপনার খুশকির সমস্যা বেড়ে যেতে পারে। পানি পান না করলে শরীরের বিভিন্ন অংশের ত্বকসহ মাথার তালু শুষ্ক হয়ে যায়। এই শুষ্কতা খুশকির সমস্যা বৃদ্ধি করে। তাই খুশকি থাকলে নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি পান করা প্রয়োজনীয়।

রোদে যাওয়া

যাদের খুশকি রয়েছে তাদের জন্য দীর্ঘ সময় ধরে রোদে থাকা ক্ষতিকর হতে পারে। দীর্ঘ সময় ধরে রোদে থাকার কারণেও মাথার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। যার ফলস্বরূপ বেড়ে যেতে পারে খুশকি।

সস্তা তেল-শ্যাম্পু ব্যবহার

খুস্কি থাকলে কখনোই নিম্নমানের সস্তা তেল-শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়। এগুলি ব্যবহারের ফলে কোনো উপকারতো হয়ই না, বরং খুশকিসহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।

This post was last modified on জুন ১২, ২০২৩ 11:52 পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

Recent Posts

গবেষণা যা বলছে: বরফপানিতে গোসল করা কী আদৌ ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফপানিতে গোসল করা কী আদৌ ভালো? কেও কেও বলেন, শরীরে…

% দিন আগে

ওজন ঝরাতে লেবু পানিতে দ্রুত উপকার পেতে সঙ্গে মেশাতে হবে আরও কয়েকটি উপাদান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ লেবুতে থাকা ফাইবারের কারণেই পেটভার হয়ে থাকে। অন্য কিছু…

% দিন আগে

সন্তানের হাতে যেসব সেটিংস বদলে দেবেন স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজকাল ৮ থেকে ৮০ সবার হাতেই স্মার্টফোন। এর সুবিধা যেমন…

% দিন আগে

জোভান-তিশার নতুন নাটক ‘কাপল অব দ্য ক্যাম্পাস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান প্রজন্মের তারকা ফারহান আহমেদ জোভান এবং তানজিন তিশা জুটি…

% দিন আগে

তুরস্কে এক হাজারের বেশি হামাস যোদ্ধা চিকিৎসা গ্রহণ করছে: এরদোয়ান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন যে, ‘ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী…

% দিন আগে

এই ছবিতে লুকিয়ে আছে খরগোশ: আপনি কী সেটি খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি একটি জঙ্গলের রাস্তার। সেই রাস্তায়…

% দিন আগে