দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবী থেকে যে এখনো মানবতা ও ত্যাগ হারিয়ে যায়নি তাই-ই যেনো বারবার স্মরণ করিয়ে দিয়ে যান কিছু ব্যক্তি। শু কিয়ানকাই নামের তেমনই এক চীনা ট্রেন ড্রাইভার এক বৃদ্ধার জীবন বাঁচাতে গিয়ে নিজের পা বিসর্জন দিয়েছেন সম্প্রতি।
শু কিয়ানকাই রনচেগচ্যাং স্টেশনের দিকে ট্রেন নিয়ে যাওয়ার সময় রেললাইনের উপর এক বৃদ্ধাকে দেখতে পান। বৃদ্ধাকে দেখার সাথে সাথে তিনি ব্রেক চাপেন এবং তাকে চিৎকার করে সরে যেতে বলেন। এমনকি তিনি বৃদ্ধাকে সরিয়ে দিতে হর্নও ব্যবহার করেন।
কিন্তু ৬৮ বছরের সেই বৃদ্ধার কানে সমস্যা থাকায় তিনি কিছুই শুনতে না পেয়ে রেললাইনের উপরই দাঁড়িয়ে থাকেন। আসন্ন বিপদ বুঝতে পেরে কিয়ানকাই ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নিচে নামেন এবং বৃদ্ধাকে টেনে রেললাইন থেকে সরিয়ে নেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময়ে তার একটি পা ট্রেনে কাটা পড়ে।
এই ঘটনার পর সবার কাছে বীরের মর্যাদা পাচ্ছেন কিয়ানকাই। কিয়ানকাই পা হারিয়ে বিশেষ বিচলিত নন। তিনি বলেন, “আমি একটি পা হারিয়েছি, কিন্তু একটি জীবন বাঁচাতে পেরেছি। আমাকে এটা আবার করতে হলেও আমি করবো”
তথ্যসূত্র: www.asiaone.com
This post was last modified on এপ্রিল ২, ২০১৮ 10:01 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশেষজ্ঞদের ভাষায়, রান্না করা খাবার ফ্রিজে টানা রেখে দিলেও তাতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড ও গ্লোবাল টেক জায়ান্ট…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ছোটদের সার্বিক বৃদ্ধি, হাড়ের বৃদ্ধি হতে ত্বক-চুলের স্বাস্থ্য, প্রজনন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে বাগেরহাটের মংলা থেকে ঢাকায় এসেছিলেন রাজ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে একটি ট্রেনে আগুন লাগার গুজবে যাত্রীদের মধ্যে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সমুদ্রে গোসল করতে নেমে বিপদ হলো এক মডেলের। একটি অক্টোপাস…