দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অপু নাকি কখনও কথা মিস করেন না। তিনি যা বলেন তাই করেন এমনটিই তিনি সাংবাদিকদের বলেছেন কোলকাতা থেকে ফিরে। চিকিৎসার জন্য তিনি গত সপ্তাহে কোলকাতা গিয়েছিলেন।
কোলকাতা হতে দেশে ফিরে অপু বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, এই তিন দিন আমার উপর অনেক ঝক্কি-ঝামেলা গেছে। অনেক দৌড়াদড়ি করতে হয়েছে আমাকে। কোলকাতা হতে কলিম্পাং, সেখান থেকে আবার কোলকাতায়। ডাক্তার দেখানো হতে শুরু করে মামা বাড়ি বেড়ানো, সেইসঙ্গে শপিং তো রয়েছেই
আবারও ডুব দিতে পারেন কি না এমন এক প্রশ্নের উত্তরে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, ‘আর এমনটা ভাবার প্রশ্নই উঠে না। আমি যাওয়ার আগেই বলেছি সোমবার যাবো, আর বৃহস্পতিবার ফিরবো। বলেছি যেটা, ঠিক সেটিই করেছি। অপু বিশ্বাস যা বলে তাই করে।’
আব্রাহামকে নিয়েই শপিং
অপু আরও বলেন, ‘আব্রাম এখনও খুব ছোট। তাই তাকে নিয়ে ভ্রমণ করা খুব কষ্টকর ব্যাপার। স্বল্প সময়ের মধ্যে কোলকাতা থেকে কলিম্পাং গিয়েছিলাম। কিছু বন্ধু-বান্ধব এবং মামাদের সাথে দেখা করে এলাম। চিকিৎসকের সঙ্গে দেখা করে টুকটাক গাইডলাইনও নিলাম। আরও ছিল কিছু শপিং করা। সব কাজ শেষ করে সময় মতোই ফিরেছি।