দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৮ম উইলম্বডন জিতে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রজার ফেদেরার। সর্বকালের শ্রেষ্ঠ টেনিস প্লেয়ারদের মধ্যে অন্যতম ফেদেরার সম্পর্কে আজ দেওয়া হল কিছু তথ্য।
- ফেদেরারের বাবা সুইস হলেও তার মা মূলত দক্ষিণ আফ্রিকার অধিবাসী।
- ছোটবেলা থেকেই ফেদেরার খেলাধুলায় পারদর্শী। টেনিসের পাশাপাশি তিনি ব্যাডমিন্টন, বাস্কেটবল, ফুটবল খেলতেন।
- টেনিসে ক্যারিয়ার গড়ার জন্য তাকে ১৬ বছর বয়সে লেখাপড়া ছেড়ে দিতে হয়।
- ২০০১ সালে উইলম্বডনে পিট স্যাম্প্রাসকে হারিয়ে তিনি সবার নজরে আসেন।
- ১৪ বছর পর্যন্ত ফেদেরার নিরামিষ খেতেন। এরপর তিনি মাছ-মাংস খাওয়া আরম্ভ করেন।
- ফেদেরারের সম্পত্তির পরিমাণ ৩২০ মিলিয়ন ডলার। সর্বকালের সেরা ধনী ক্রিড়াবিদদের মধ্যে তিনি একজন।
- ফেদেরারের প্রিয় টেনিস খেলোয়াড় বরিস বেকার ও স্টিফেন এডবার্গ।
- তিনি একজন ভালো পিয়ানো বাদক।
- ফেদেবার দুই জমজ মেয়ে ও দুই জমজ ছেলের বাবা।
- প্রথম টেনিস প্লেয়ার হিসেবে এক বছরে ৮ মিলিয়ন ডলার আয় করে তিনি রেকর্ড করেন।