দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ভারতে সারাত (SARAT) নামের একটি অ্যাপ তৈরি করা হয়েছে যেটি দুর্ঘটনার কারণে সমুদ্রে নিখোঁজ হওয়া মানুষ ও বিভিন্ন বস্তুর সন্ধান দিতে সক্ষম।
অ্যাপটি তৈরি করেছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিস। নৌকা, জাহাজ ও মানুষসহ মোট ৬৪ ধরনের হারানো বস্তু খোঁজার ক্ষেত্রে সাহায্য করতে পারবে এই অ্যাপটি। অ্যাপটির ওয়েব ভার্সন আগেই প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে এটি ডাউনলোড করা যাবে গুগল প্লে থেকে।
অ্যাপটি ইন্ডিয়ান কোস্ট গার্ড, নেভি ও কোস্টাল সিকিউরিটি পুলিশকে সমুদ্রে দুর্ঘটনা হলে দ্রুত নিখোঁজ হওয়া ব্যক্তি ও বিভিন্ন বস্তু খুঁজে পেতে সাহায্য করবে। সমুদ্রে থাকা বয়ার নেটওয়ার্ক ও বিভিন্ন যন্ত্র ব্যবহারের মাধ্যমে কাজ করে অ্যাপটি।
তথ্যসূত্র: timesofindia.indiatimes.com