দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের জনপ্রিয়তা এখন তুঙ্গে। এর মাধ্যমে ভার্চুয়াল বন্ধুত্ব আর প্রেম যেমন পাল্লা দিয়ে বাড়ছে, ঠিক সেভাবেই বাড়ছে ধোঁকা- প্রতারণা- যৌন হয়রানি, অপহরণ সহ মারাত্মক সব অপরাধ। বিভিন্ন অপরাধী চক্রও চ্যাটিং এর মাধ্যমে ফেসবুক ইউজারদের প্রলুব্ধ করে তাদের অপরাধ কার্যক্রম (ব্ল্যাকমেইলিং,অপহরণ) চালিয়ে যাচ্ছে, সেরকম একটি ঘটনাই ঘটেছে পাকিস্তানের করাচি শহরে। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে একটি অপরাধী চক্র দ্বারা অপহৃত কিশোরকে উদ্ধার করা হয় গত সোমবার।
করাচি নগরী সহিংসতা,হত্যাকাণ্ড, চুরি,ডাকাতি ও অপরাধীদের শহর হিসেবে পরিচিত। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সেখানে শিশু অপহরণ বিরল ঘটনা। করাচির সিনিয়র পুলিশ কর্মকর্তা নিয়াজ খোসো জানায়, একটি অপরাধী চক্র টার্গেট করে ফেসবুকের অনলাইন গেমের মাধ্যমে কিশোরটির সাথে পরিচয় এবং বন্ধুত্ব গড়ে তুলে। প্রায় ছয় মাস চ্যাট হয় তাদের মধ্যে। সেই বন্ধুত্বের কারণে তাদের সাথে কিশোরটি সাক্ষাত করতে যায় এবং তখন তাকে অপহরণ করা হয়।
পুলিশ আরো জানিয়েছেন, অপহৃত কিশোরের নাম মোস্তফা। কিশোরটি সিনিয়র এক শুল্ক কর্মকর্তার ছেলে। তাকে অপহরণ করে করাচির বাইরে বেলুচিস্তান প্রদেশের হাব শহরে নিয়ে যায় তারা এবং ওই শহর থেকে মোস্তফার পরিবারকে ফোন করে তার মুক্তিপণ হিসেবে পাঁচ কোটি রুপি (পাঁচ লাখ ডলার) দাবি করে। পুলিশ মোবাইল ফোন ট্র্যাক করে অপহরণকারীদের আস্তানায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ রক্তক্ষয়ী অভিযানের সময় গুলিবিনিময়ে চার অপহরণকারী নিহত হয় এবং পঞ্চম ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
ছেলেটির মা অন্যান্য অভিভাবকদের তাদের সন্তানদের জন্য যোগাযোগের যে সামাজিক মাধ্যম গুলো আছে তাদের ব্যবহারের সঠিক লক্ষ্যের দিকে নজর রাখতে তাদের অনুরোধ করেন এবং আবেগাপ্লুত হয়ে বলেন-“সকল অভিভাবকদের জন্য আমার এটাই অনুরোধ আপনারা আপনার সন্তানদেরকে ফেসবুকের প্রতি আসক্ত হতে লাগাম ছেড়ে দেবেন না। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করছি আপনাদের সন্তানের সাথে এটা আপনারা হতে দেবেন না।’’
এই ঘটনা সবার চোখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিভাবে ক্ষতির কারণ হতে পারে তা নির্দেশ করে। ফেসবুক আছে এবং থাকবেই! অপহরণ সহ অন্যান্য অপরাধের বিপদ থেকে রক্ষা পেতে একটু বাড়তি সতর্ক থাকা জরুরি, ফেসবুকে সবাই বন্ধু নির্বাচনে সতর্ক থাকুন এবং এই ধরনের অপরাধী চক্র থেকে নিজেকে নিরাপদ রাখুন।
তথ্যসূত্রঃ বিবিসি
This post was last modified on মে ৩০, ২০১৩ 8:39 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…