দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মার্টফোন চার্জ হতে সময় লাগবে মাত্র দুই সেকেন্ড! আপনি এমন কথা শুনে হয়তো বিস্মিত হবেন সেটিই স্বাভাবিক। কিন্তু বাস্তবে তাই ঘটতে চলেছে। এমনই একটি হ্যান্ডসেট তৈরি করা হবে যেটি চার্জ হতে একেবারেই সময় নেবে না।
মোবাইলের চার্জের বিষয়টি সকলেই আমরা কম বেশি অবগত। কারণ বর্তমান সময়ে প্রযুক্তির বহুবিধ ব্যবহারের কারণে মোবাইলে মোটেও চার্জ থাকতে চাই না। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অতিরিক্ত ব্যবহার, তারপর রয়েছে ভাইবার, স্কাইপিসহ বিভিন্ন কলিং সিস্টেম ব্যবহারের কারণে বর্তমান সময়ে মোবাইলের চার্জ থাকা নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়। অনেক সময় দেখা যায়, মাত্র দুইএক ঘণ্টা ব্যবহার করেই মোবাইলে চার্জ থাকে না। নানা ধরনের এ্যাপস ব্যবহারের কারণেও মোবাইলে চার্জ থাকে না। আর সে কারণে প্রয়োজনের সময় চার্জ দেওয়া নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়। তাছাড়া চার্জ ফুরিয়ে গেলে দু’চার মিনিট চার্জ দিলেই যে মোবাইল ব্যবহার করা যায় তা নয়। অন্ততপক্ষে আধাঘণ্টা সময় ব্যয় করতে হয় মোবাইলে ব্যবহারযোগ্য চার্জ পেতে হলে। তবে এবার গবেষকরা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সত্যিই একটি সুখবর নিয়ে এলেন। মাত্র দুই সেকেন্ডে যদি মোবাইল চার্জ হয়ে যায় তাহলে মোবাইল ব্যবহারকারীদের জন্য সেটি অবশ্যই ভালো একটি খবর।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ডিক্সেল ইউনিভার্সিটির একদল গবেষক দীর্ঘদিন গবেষণা চালিয়ে এমনই একটি পদ্ধতি আবিষ্কার করেছেন বলে জানিয়েছেন।
প্রফেসর জুরি গোগোটসি নেতৃত্বে থাকা ওই বিশ্ববিদ্যালয়টির গবেষক দল জানিয়েছেন, তারা এমন এক ধরনের উপাদান আবিষ্কার করেছেন যা দিয়ে ফোনের ব্যাটারি তৈরি করলে মাত্র দু-এক কয়েক সেকেন্ডের মধ্যেই চার্জ হয়ে যাবে!
গবেষকদের তথ্যে বলা হয়েছে, ‘এমেক্সেন’ নামে আবিষ্কৃত উপাদানটি সাধারণ ব্যাটারিতে ব্যবহৃত উপাদান হতে সম্পূর্ণ পৃথক একটি জিনিস। তাই এই উপাদানের তৈরি ব্যাটারির আয়ন দ্রুত চার্জ নিতে সক্ষম।
প্রফেসর জুরির দেওয়া তথ্য মতে, তারা এই উপাদান তৈরির জন্য ২০১১ সাল হতে কাজ করছেন। তারা আশাবাদী হয়েছেন যে, ভবিষ্যতেএই উপাদান দিয়ে ব্যাটারি তৈরি করতে পারলে তা কয়েক সেকেন্ডেই চার্জ হবে। কিন্তু এই উপাদানে তৈরি ব্যাটারির জন্য আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে বলে তিনি জানিয়েছেন।