Categories: বিনোদন

কেবলমাত্র পড়াশোনার জন্য অভিনয় ছেড়েছেন দুই অভিনেত্রী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনয় জগতে যারা পা রাখেন, তারা খুব সহজে অভিনয় জগত ছাড়তে চান না বা পারেন না। এর অনেক কারণ রয়েছে। একবার এই লাইনে এলে তখন আর ফেরার পথ থাকে না। বিশেষ করে জনপ্রিয়তার কারণে আর ফেরা হয়ে ওঠে না।

তবে এর ব্যতিক্রমও রয়েছে দু’এক জনের বিষয়। এদের মধ্যে রয়েছেন দুই অভিনেত্রী। এরা লাক্সের মাধ্যমে তাদের মিডিয়াতে আগমন ঘটে। একজন হলেন রাখি মাহবুবা। আর অন্যজন হলেন ফারিয়া শাহরিন। লেখাপড়ার জন্য তারা দূরে সরে থাকার পর আবার তারা অভিনয়ে নিয়মিত হয়েছিলেন। অবশ্য কিছুদিন অভিনয় করেছেন পড়াশোনার মধ্যেও। তবে তারা অভিনয় হতে বেশি মনোযোগী ছিলেন পড়াশোনার প্রতিই। মিডিয়াতে কাজ করার প্রবল ইচ্ছা থাকলেও এই দুই সুন্দরী অভিনয় ছেড়ে, দেশ ছেড়ে, পড়াশোনায় মনোযোগী হতে বিদেশে পাড়ি জমান।

ফারিয়া শাহরিন

বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন ফারিয়া শাহরিন। বাংলালিংকের ‘কথা দিলাম’ বিজ্ঞাপনটির মাধ্যমে তিনি মিডিয়াতে যুক্ত হন। মিষ্টি এই মেয়েটি ওই বিজ্ঞাপনটির মডেল হয়ে দর্শকদের নজর কাড়তে সমর্থ হন। এরপর অভিনয়ে আর খুব একটা নিয়মিত হননি তিনি। ফারিয়া প্রথম সামিয়া জামানের ‘আকাশ কত দূরে’ চলচ্চিত্রে অভিনয় করেন। ছবিটি ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে মুক্তি পায়। প্রথম চলচ্চিত্র দিয়ে ফারিয়া শাহরিন দর্শকদের নজর কাড়েন। রাতারাতি তারকা বনে যাওয়া ফারিয়াকে পরবর্তীতে খুব একটা অভিনয়ে দেখা যায়নি। এর একমাত্র কারণ হলো পড়াশোনা করা। শেষমেষ তিনিও পড়াশোনা করতে চলে যান মালয়েশিয়াতে। সেখানে ফারিয়া মিডিয়া মার্কেটিং বিষয়ে পড়াশোনা করছেন। তবে গত বছর তিনি দেশে এসে অভিনয়ে যোগ দিলেও তিনি আবার চলে যান মালয়েশিয়া। তার ইচ্ছা মালয়েশিয়া হতে পিএইচডি শেষ করে তবেই দেশে ফিরবেন ফারিয়া।

রাখি মাহবুবা

রাখি মাহবুবার পুরা নাম মাহবুবা ইসলাম রাখি। তিনি লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০-এর সেরা সুন্দরী। তিনি একাধারে মডেল ও অভিনেত্রী। অভিনয় শুরু করেছিলেন, বেশ জনপ্রিয়তাও এসেছিল তার। তবে হুট করে অভিনয় ছেড়ে দিয়ে গত চার বছর ধরে ‘ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং (সিভিল) অনার্স’ বিষয়ে গ্র্যাজুয়েশন করার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এই তারকা। এবছর শেষ হবে তার পড়াশুনা। এর মধ্যে গুঞ্জন শোনা যায়, তিনি গত বছর নাকি দেশে ফেরার কথা ছিল। তবে তা আর হয়নি, দেশে ফেরেননি তিনি। তাই এই বছর যেহেতু তার পড়াশুনা শেষ হচ্ছে, তাই আশা করা যাচ্ছে দেশে ফিরবেন তিনি। তবে ফিরে আবারও অভিনয়ে যোগ দেবেন কি না তা অবশ্য এখনও জানা যায়নি।

অভিনয়ের নেশা থাকলেও এই দুই অভিনেত্রী পড়াশোনার প্রতিই বেশি নজর দিয়েছেন। তবে ভক্তরা বিষয়টি খুবই ভালো ভাবেই গ্রহণ করেছেন। তারা আশায় আছেন পড়াশোনা শেষে আবার ফিরবেন অভিনয়ে।

This post was last modified on এপ্রিল ১, ২০১৮ 11:53 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

তুরস্কে এক হাজারের বেশি হামাস যোদ্ধা চিকিৎসা গ্রহণ করছে: এরদোয়ান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন যে, ‘ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী…

% দিন আগে

এই ছবিতে লুকিয়ে আছে খরগোশ: আপনি কী সেটি খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি একটি জঙ্গলের রাস্তার। সেই রাস্তায়…

% দিন আগে

এক অসাধারণ দৃশ্য: যেনো শিল্পীর তুলিতে আঁকা দৃশ্য!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৫ মে ২০২৪ খৃস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ ১৪৩১…

% দিন আগে

রক্তে শর্করা বেড়ে গেলে পাকা আম খাবেন কীভাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি পাকা আম খেলে রক্ষে শর্করার মাত্রা বেড়ে যায়।…

% দিন আগে

আপনার স্মার্টফোন আগুনের মতো গরম হচ্ছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই গ্রীষ্মে শুধুমাত্র শরীরই নয়, গরম হচ্ছে আমাদের স্মার্টফোনটিও। ফোন…

% দিন আগে

দেশে ফিরেই মোনালিসা অভিনয়ে ফেরার কথা জানালেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময় ছোট পর্দার ব্যস্ত মুখ হিসেবে পরিচিত ছিলেন মোজেজা…

% দিন আগে