দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেই এখন তাঁকে এক নামেই চেনেন। কারণ বাংলাদেশী বংশোদ্ভূত এই আইরিশ কন্যাকে সংবাদ মাধ্যমের দেখেছেন এবং জেনেছেন। এই আইরিশ বাঙালি কন্যা আবারও পেলেন সম্মাননা।
আইরিশ বাঙালি কন্যা মিজ আয়ারল্যান্ড হিসেবে প্রথম প্রকাশ্যে আসেন। এরপর মিস আর্থ ২০১৬ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন এই বাংলাদেশী বংশোদ্ভূত আইরিশ তরুণী মাকসুদা আক্তার প্রিয়তি। তার পুরস্কারের তালিকায় যুক্ত হলো আরেকটি পাদক। আইরেলিউড রেকগনিসন অ্যাওয়ার্ড ২০১৭ হতে ‘আইরিশ মডেলি ইন্টারন্যাশনাল আইকন’ হিসেবে নির্বাচিত করা হয়েছে আইরিশ বাঙালি কন্যা প্রিয়তিকে।
এক প্রতিক্রিয়ায় প্রিয়তি বলেছেন, ‘কথা ছিল সালমান খান ও তার ড্যান্স গ্রুপ এর সঙ্গে পারফর্ম করার। তবে আয়োজক ও সালমান খানের নিজস্ব কিছু কারণে অনুষ্ঠান বাতিল হয়েছে বলে আমাকে জানানো হয়। এ জন্য আমি দীর্ঘ পাঁচ মাস নাচের প্রশিক্ষণ নিয়েছি। কারণ হলো যেহেতু আমি নৃত্যশিল্পী ছিলাম না। আমার কথা দেওয়া অনুযায়ী আমার পারফর্মেন্স আমি সেভাবেই করেছি।’
প্রিয়তি বলেন, ‘যেহেতু আগে ভাগে কিছু বলে দিলে, অনেক সময় সেই বিষয়টি আর হয় না, কারণ তখন বাঁধা পড়ে, তাই এইবার অ্যাওয়ার্ড নমিনেসন, শো, পারফর্মেন্স নিয়েও আমি একেবারে চুপ ছিলাম।’
প্রিয়তি আরও জানিয়েছেন, আমি আজ গর্ব আর আনন্দের সঙ্গে জানাচ্ছি, ‘আইরেলিউড রেকগনিসন অ্যাওয়ার্ড ২০১৭ হতে আমাকে ‘আইরিশ মডেলি ইন্টারন্যাশনাল আইকন’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, আইরিশ মডেলিং এবং প্যাজেনট্রি ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিকভাবে প্রতিনিধিত্ব করার জন্য। আমি সত্যিই সম্মানিত এবং আবেগপ্লুত। আপনারা আমাকে দোওয়া করবেন।’