দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭ খৃস্টাব্দ, ২৪ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ, ১৫ জিলক্বদ ১৪৩৮ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
এই পাহাড়টিকে বলা হয় আদম পর্বত চূড়া। এটি শ্রীলংকাতে অবস্থিত। এটি শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম অংশের শ্রীপাড়া প্রদেশে অবস্থিত একটি পর্বত চূড়া।
এই পর্বত চূড়া নিয়ে নানা মত রয়েছে। এটি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এবং মুসলিম এই চার ধর্মের অনুসারীদের কাছেই অতি পবিত্র স্থান।
এই চূড়ায় একটি পায়ের ছাপ রয়েছে যার দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি এবং প্রস্থ ২ ফুট ৬ ইঞ্চি। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে, এই পদচিহ্নটি গৌতম বুদ্ধের। অপরদিকে হিন্দুরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি তাদের দেবতা শিবের। আর মুসলমান ও খ্রিষ্টানরা বিশ্বাস করেন এটি পৃথিবীর প্রথম মানব হযরত আদম (আঃ)-এর পদচিহ্ন। এই পর্বত চূড়াটি দেখতে খুব সুন্দর। এর উচ্চতাও ব্যাপক।
তথ্য: https://bn.wikipedia.org এর সৌজন্যে।