দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের একমাত্র সেভেন স্টার হোটেল বুর্জ আল আরব। ৩২১ মিটার (১০৫৩ ফুট) দীর্ঘ হোটেলটি দুবাই এ অবস্থিত। পৃথিবীর অন্যতম বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব এ আছে প্রাইভেট বাটলার সার্ভিস, পুল, প্রাইভেট বীচ, রোলস রয়েলস, বিএমডব্লিউ বা হেলিকপ্টারে সার্বক্ষণিক যাতায়াত এর সুবিধা। সম্প্রতি হোটেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আগত অতিথিরা হোটেলে থাকাকালীন সময়ে ২৪ ক্যারট স্বর্ণ নির্মিত আইপ্যাড ব্যবহার করতে পারবেন।
২৪ ক্যারট স্বর্ণের আইপ্যাডে বুর্জ আল আরব হোটেল নামটি খোচিত আছে। হোটেল লোগো এবং কালো রং এ আইপ্যাড নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল এর লোগোও খোচিত করা আছে। হোটেলটির নানা তথ্যাদি সহ বিভিন্ন সেবাসমূহ আইপ্যাডে দেয়া থাকবে। হোটেল এর রেস্তোরাগুলোর খাবার মেনুসহ সব ধরণের সুবিধাদি আইপ্যাড থেকে একজন অতিথি জেনে নিতে পারবেন।
বলা হয়ে থাকে, গত বছর অক্টোবরে মাসব্যাপী স্তন ক্যানসার সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে লন্ডনের গোল্ড এন্ড কোং হোটেলের জন্য এই আইপ্যাড তৈরি করেছিল। গোল্ড এবং কোং এর সিইও আমজাদ আলী বলেন, আমরা তৈরিকৃত ২৪ ক্যারট স্বর্ণের আইপ্যাড পৃথিবীর সবচেয়ে বিলাসী হোটেলে বিলাসপণ্য হিসাবে রেখেছি। এটি অত্যন্ত দৃষ্টিনন্দন ডিজাইন এবং অতুলনীয় গুণগত মানের যা অতিথিদের সন্তুষ্ট করবে।
এছাড়া হোটেল এর ২০২টি কক্ষের প্রতিটিতে আইম্যাক রয়েছে। ওয়ার্ক ইন শাওয়ার জ্যাকুজিজ, বিশাল প্লাজমা টিভি প্রভৃতি সার্ভিসতো রয়েছেই। প্রতি বার হোটেলে থাকার জন্য খরচ পড়বে ১৫০০-১৯০০০ ইউএস ডলার। যদি কোন অতিথি হোটেল থাকাকালীন ২৪ ক্যারট স্বর্ণের আইপ্যাড নিজের করে পেতে চান তবে তাকে ১০,২০০ ডলার অতিরিক্ত গুণতে হবে। স্বর্ণের আইপ্যাড ছাড়াও স্বর্ণের আইপ্যাড মিনি, গোল্ড আইফোন ৫ এবং গোল্ড ব্ল্যাকবেরি কিউ টেনও কিনতে পারবেন বিলাসী অতিথীরা।
তথ্যসূত্র: দি টেক জার্নাল
This post was last modified on মে ৩১, ২০১৩ 5:40 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…