নরেন্দ্র মোদীকে ৩৬ বছর ধরে রাখি পরাচ্ছেন এক পাকিস্তানী বোন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হিন্দু ধর্মের এক সম্প্রীতি বা বন্ধনের রীতি হলো রাখি। বোন তার ভাইদের রাখি পরিয়ে দেন। যুগ যুগ ধরে এই রীতি চলে আসছে। তবে এবার এক ব্যতিক্রমি বন্ধনের খবর এসেছে সংবাদ মাধ্যমে। আর তা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৩৬ বছর ধরে রাখি পরাচ্ছেন এক পাকিস্তানী বোন!

নরেন্দ্র মোদীকে ৩৬ বছর ধরে রাখি পরাচ্ছেন এক পাকিস্তানী বোন! 1নরেন্দ্র মোদীকে ৩৬ বছর ধরে রাখি পরাচ্ছেন এক পাকিস্তানী বোন! 1

শুধু ভাই-বোনের বন্ধন সুদৃঢ় করাই নয়, রাখি যে সম্প্রীতির এক উৎসবে পরিণত হয়ে জাত, ধর্ম-বর্ণ, এমনকী দেশের ব্যবধানও মুছে দেয় সে প্রমাণ পাওয়া গেলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে।

এক পাকিস্তানী মহিলা ৩৬ বছর ধরে তাঁকে রাখি পরিয়ে আসছেন। এবছরও তার ব্যতিক্রম হলো না। ৩৬ বছর ধরে নরেন্দ্র মোদীকে রাখি পরাচ্ছেন তাঁর এক পাকিস্তানী বোন কামার মহসিন শেখ। ওই মহিলা বিয়ের পর ভারতে আসেন। তারপর হতে তিনি ভারতেই আছেন।

Related Post

স্বামীর পরিবারের লোকজন ছাড়া ভারতে তার কোনও আত্মীয়-স্বজন ছিল না। কারও সঙ্গে তেমন একটা চেনাজানাও ছিল না তার। একদিন পরিচয় হয় মোদীর সঙ্গে। এরপর এক সময় তাঁদের মধ্যে ভাই-বোনের সম্পর্ক তৈরি হয়। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেও তাঁদের সেই সম্পর্ক অটুট রয়েছে।

সংবাদ মাধ্যমকে কামার মহসিন শেখ বলেছেন, ‘আমার স্বামী ছবি আঁকেন। তাঁর একবার দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপ হয়। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব। প্রায়ই তাঁর সঙ্গে আমার দেখা হতো। প্রতিবারই তিনি প্রশ্ন করতেন, কেমন আছো বোন? আমি ৩৬ বছর যাবত তাঁকে রাখি পরাচ্ছি। প্রথমবার রাখির দিনে যখন তাঁকে রাখি পরাতে যায়, তিনি সানন্দে হাত বাড়িয়ে দিয়েছিলেন। এরপর হতে প্রতিবারই তাঁকে রাখি পরিয়ে আসছি।’

কামার মহসিন শেখের সঙ্গে যখন তাঁর নরেন্দ্রভাইয়ের আলাপ হযেছিল, তখন নরেন্দ্র মোদি সাধারণ আরএসএস কর্মী ছিলেন। পরবর্তীতে একাধিকবার গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার পর এখন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন মোদী। তিনি এবারও বোনকে দিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে গিয়ে তাঁর হাতে রাখি বেঁধে দেবেন এই পাকিস্তানী বোন!

বৃন্দাবনের গোপীনাথ মন্দিরেও রাখি উৎসব উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানকার পাঁচ বিধবা মহিলাও দিল্লিতে এসে প্রধানমন্ত্রীকে রাখি পরাবেন। প্রায় দেড় হাজার হাতে তৈরি রাখি উপহার দেওয়া হবে নরেন্দ্র মোদীকে।

This post was last modified on আগস্ট ৯, ২০১৭ 11:27 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

বক্স অফিসে বাজিমাত করা ‘জাত’ এর সিকুয়েল আসছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৩ সালে ‘গদর’-এর সিক্যুয়েল দিয়ে বক্স অফিসে ঝড়ো ইনিংস শুরু…

% দিন আগে

মেট্রোর রেলিং থেকে ঝুলতে ঝুলতে হঠাৎ লাফ দিলেন এক মধ্যবয়সি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, আহত ওই মধ্যবয়সি ব্যক্তির নাম…

% দিন আগে

নাটোরের ঐতিহাসিক চাপিলা শাহী মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১২ বৈশাখ ১৪৩২…

% দিন আগে

গরমে বেলের শরবতে চুমুক দিলে কী হতে পারে তা জানেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অত্যাধিক গরমে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক, বদহজমের মতো নানা সমস্যাও দেখা দেয়।…

% দিন আগে

২০২৪ সালের জন্য বাটা ৪৪৫% নগদ লভ্যাংশ প্রস্তাব করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর পরিচালনা পর্ষদের এক সভা ২২…

% দিন আগে

“হোয়্যার দ্য স্পিরিট মিটস দ্য বোন” প্রদর্শনীর আয়োজন করতে চলেছে ব্রিটিশ কাউন্সিল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে “আর্ট এক্সচেঞ্জ: মুভিং ইমেজ” প্রকল্পের আওতায় কিউরেটর…

% দিন আগে