দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি যদি কখনও শোনেন যে একটি স্মার্টফোনের দাম দুই লাখ টাকা। তাহলে আশ্চর্য হবেন সেটিই স্বাভাবিক। তবে আসলেও তাই। একটি স্মার্টফোনের দাম প্রায় দুই লাখ টাকা!
সাধারণভাবে আমরা জানি আইফোনের দাম অনেক বেশি। কিন্তু সে বেশি কতোটা তা আমাদের প্রায় সকলের জানা। কিন্তু আইফোন ছাড়া যদি অন্যকোনো ফোনের দামের কথা বলেন তাহলে আর কতোই বা হতে পারে? কিন্তু এবার এমন একটি স্মার্টফোনের খবর ছড়িয়ে পড়েছে যার দাম প্রায় দুই লাখ টাকা!
যদিও বর্তমান সময়ে সস্তার লড়াইয়ে সবাই সবথেকে যতো কম দামে সম্ভব স্মার্টফোন লঞ্চ করে বাজার ধরতে মরিয়া, ঠিক তখন বিশ্ব সমাদৃত গাড়ি তৈরির কোম্পানি ল্যাম্বরগিনি নিয়ে আসছে ‘সবচেয়ে দামি স্মার্টফোন’!
বলা যায়, প্রায় একটা চার চাকা গাড়ির দামেই ল্যাম্বরগিনি দিচ্ছে আলট্রা লাক্সারি অ্যান্ড্রয়েড স্মার্টফোন! ল্যাম্বরগিনি এই নতুন স্মার্টফোনের নাম রেখেছে ‘আলফা-ওয়ান’।
ল্যাম্বরগিনি দাবি করে বলেছে, ‘এই স্মার্টফোন সম্পূর্ণ ইতালীয় নকশায় তৈরি ও এই ফোনের প্রযুক্তি অত্যাধুনিক’। এই স্মার্টফোনের দাম $২,৪৫০ ডলার (যা বাংলাদেশী টাকায় দাঁড়াচ্ছে ১ লাখ ৯৮,৮৫৪ টাকা) এই স্মার্টফোন বর্তমানে একমাত্র ইউরোপ ও আরব আমিরাতেই পাওয়া যাচ্ছে।
কী রয়েছে এই ‘আলফা-ওয়ান’ এ?
এতে রয়েছে:
# ৫.৫ ইঞ্চি ডিসপ্লে (১৪৪০x২৫৬০)
# ক্যামেরা রয়েছে ২০ মেগাপিক্সেল
# ফ্রন্ট ক্যামেরা হলো ৮ মেগাপিক্সল
# কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর
# ৪ জিবি RAM
# ইন্টারনাল মেমরি স্টোরেজ ৬৪ জিবি
# ১২৮ জিবি পর্যন্ত এক্সটার্নাল মেমরি স্টোরেজ সুবিধা
# ফিঙ্গার প্রিন্ট স্ক্যাণার
# এই স্মার্টফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে।