খালেদের এভারেস্ট জয় ॥ শুধু কান্নাই দিল শৈলীকে ॥ রিক্ত হস্তে ফিরতে হচ্ছে তাকে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ কথা ছিল খালেদের এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণ হলে সবার আগে স্ত্রী তাহমিনা খান শৈলী চলে যাবেন কাঠমাণ্ডুতে। তিনি গেলেনও কিন্তু তারপরও তাকে খালি হাতে ফিরতে হবে।

এভারেস্ট থেকে ফিরে আসার আগে থেকেই তিনি স্বামীর জন্য সেখানে অপেক্ষা করবেন। খালেদ কত রকম করে তার ছবিগুলোর ক্যামেরা বন্দি করার মুহূর্ত বর্ণনা করতেন শৈলীর কাছে। টেলিফোনে শুনে শুনেই রোমাঞ্চিত হতেন তিনি। সেই সামিট হল ঠিকই। খালেদের এভারেস্ট জয়ের ছবিগুলো শৈলীর হাতেও এসেছে। শুধু নেই খালেদ। স্বামীর ব্যাগ আর ছবি হাতে পেয়ে শৈলী কোনভাবেই নিজেকে ধরে রাখতে পারেননি। আজ ১ জুন যে কোন সময় তিনি বাংলাদেশে ফিরতে পারেন এমনটিই শোনা যাচ্ছে গত কয়েকদিন ধরে।

নেপালে অবস্থানরত খালেদের এক বন্ধু রিয়াজ আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, নেপালে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ছবিগুলো হস্তান্তর করা হয়। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করলেও মৃত্যুর কাছে হার মানেন খালেদ গত ২০ মে। ছবিগুলো হিমালয়ান গাইডের পক্ষ থেকে পেম্বা দর্জি শেরপা তোলেন। তিনি এ অভিযানে খালেদের গাইডের দায়িত্বে ছিলেন।

কয়েকদিন আগে নেপালে বাংলাদেশ দূতাবাস খালেদের যেসব জিনিস তারা পেয়েছেন তার সবই আত্মীয়দের কাছে হস্তান্তর করে।

খালেদের মৃতদেহ উদ্ধারের জন্য অভিযান শুরু করে সেভেন সামিট ট্রেকস লিমিটেড। কিন্তু খালেদের কোন মৃতদেহ তারা পাননি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ অভিযানের সব খরচ বহন করা হয়। তবে বৈরী আবহাওয়ার জন্য উদ্ধার অভিযান গত সোমবার স্থগিত করা হয়। গতকাল ৩১ মে পর্যন্ত এই এভারেস্টে ওঠার এ সিজেন শেষ হচ্ছে। মোহাম্মদ খালেদ হোসেনের স্ত্রী শৈলীও অপেক্ষা করছেন ৩১ মে পর্যন্ত। এরমধ্যে কোন সংবাদ না পেলে বাংলাদেশে ফিরে আসবেন তিনি। পরবর্তী অক্টোবরের সিজেনে আবার স্বামীর মৃতদেহ উদ্ধারে যাবেন এমনটা বলেছেন তিনি সংবাদ মাধ্যমকে। কিন্তু এই মুহূর্তে তাকে রিক্ত হস্তেই ফিরতে হচ্ছে। অনেক আশা নিয়ে তিনি গিয়েছিলেন। স্বামীকে জীবিত হয়তো পাবেন না, কিন্তু তাঁর মৃতদেহটি অন্তত নিয়ে ফিরতে চেয়েছিলেন। কিন্তু তার সে আশা পূরণ হলো না।

This post was last modified on জুন ১, ২০১৩ 4:00 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

গবেষণা যা বলছে: বরফপানিতে গোসল করা কী আদৌ ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফপানিতে গোসল করা কী আদৌ ভালো? কেও কেও বলেন, শরীরে…

% দিন আগে

ওজন ঝরাতে লেবু পানিতে দ্রুত উপকার পেতে সঙ্গে মেশাতে হবে আরও কয়েকটি উপাদান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ লেবুতে থাকা ফাইবারের কারণেই পেটভার হয়ে থাকে। অন্য কিছু…

% দিন আগে

সন্তানের হাতে যেসব সেটিংস বদলে দেবেন স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজকাল ৮ থেকে ৮০ সবার হাতেই স্মার্টফোন। এর সুবিধা যেমন…

% দিন আগে

জোভান-তিশার নতুন নাটক ‘কাপল অব দ্য ক্যাম্পাস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান প্রজন্মের তারকা ফারহান আহমেদ জোভান এবং তানজিন তিশা জুটি…

% দিন আগে

তুরস্কে এক হাজারের বেশি হামাস যোদ্ধা চিকিৎসা গ্রহণ করছে: এরদোয়ান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন যে, ‘ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী…

% দিন আগে

এই ছবিতে লুকিয়ে আছে খরগোশ: আপনি কী সেটি খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি একটি জঙ্গলের রাস্তার। সেই রাস্তায়…

% দিন আগে