দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাবা শরিফে নামাজরত স্বামীকে ছায়া দিলেন এক স্ত্রী! সত্যিই এই ছবিটি অত্যন্ত হৃদয়গ্রাহীও বটে। ইসলামে স্বামীর সেবা সম্পর্কে কড়া নির্দেশনা থাকলেও বর্তমান সময়ে স্বামীর প্রতি ভক্তি-শ্রদ্ধা চোখে পড়ে না। তবে এই ছবিটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এমনই একটি ঘটনা ঘটেছে সৌদি আরবে। সেখানকার ফটোগ্রাফার রাইদ আলেহায়ানি কখনও কল্পনা করতে পারেননি যে তাঁরই একটি ছবি সারাবিশ্বে এমন জনপ্রিয়তা পাবে।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আরাবিয়ায় গত মঙ্গলবার আলোচিত এই ছবিটি প্রকাশিত হয়েছে। এতে দেখা যায় যে, কাবা শরিফের পাশে একজন নামাজ আদায় করছেন। তাঁর স্ত্রী নিজের ছায়া স্বামীর শরীরের ওপর ফেলেছেন, যাতে করে রোদে তাঁর কষ্ট না হয়!
প্রকাশিত এক খবরে বলা হয়েছে, এবছর হজের সময় আরাফাতের দিন ছবিটি তোলা হয়েছে। ইতিমধ্যেই হজের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে ফটোগ্রাফার আলেহায়ানি বলেছেন, তিনি দৃশ্যটি পবিত্র মসজিদের ওপর হতে দেখছিলেন। ছবিটি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি। এরপর এটি ভাইরাল হয়ে যায়। লাখ লাখ লাইক এবং কমেন্টে ভরে যায় তাঁর ফেসবুক পেজে।
জানা গেছে, সৌদি আরবের মিস্ক ফাউন্ডেশনের অধীনে আলেহায়ানি চলতি বছর হজ কাভার করেন। তিনি বলেছেন যে, ছবিতে থাকা ভদ্রলোক তাঁর সঙ্গে দেখা করেছেন ও সৌহার্দ্যপূর্ণ এই ছবিটি শেয়ার করার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।