মর্গের ‘মৃতদেহ’ নড়ে উঠায় হতভম্ব সবাই!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মর্গের ‘মৃতদেহ’ হঠাৎ করে নড়ে উঠায় হতভম্ব হয়ে পড়েন উপস্থিত সবাই! চিকিৎসকদের খবর দেওয়া হলে তারা পরীক্ষা করে বললেন সত্যিই তিনি এখনও বেঁচে আছেন।

মারা গিয়েছেন মনে করে এক মহিলাকে মর্গে রেখে দিয়েছিল তারই পরিবার। দীর্ঘ এক ঘণ্টা মর্গে পড়েছিলো। কিন্তু কেও চিন্তাও করেছি যে ওই নিথর দেহে এখন প্রাণ রয়েছে। তার পরেই দেখা যায়, ধীরে ধীরে শ্বাসপ্রশ্বাস চলতে শুরু করেছে। অর্থাৎ বেঁচে আছেন তিনি।

এমন একটি ঘটনা ঘটেছে ভারতের কেরালা রাজ্যের ইদ্দুকি জেলায়। ৪০ বছর বয়সের ওই মহিলার নাম রাথনাম। দীর্ঘ দিন ধরেই তিনি জন্ডিস রোগে ভুগছিলেন। গত দু’মাস ধরে তামিল নাড়ু রাজ্যের মাদুরাই শহরের এক হাসপাতালে তার চিকিৎসাও করা হচ্ছিল। চিকিৎসকেরা বলেছিলেন, দেহের একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছিল রাথনামের। পরে মাদুরাই হতে অ্যাম্বুলেন্সে করে কেরালা রাথনামের নিজের গ্রামে ফেরার পথেই আত্মীয়েরা দেখেন নড়াচড়া বন্ধ হয়ে গেছে।

Related Post

তাদের ধারণা হয় রাথনাম মারা গেছেন। তাকে নিয়ে যাওয়া হয় একটি মর্গে। দীর্ঘ এক ঘণ্টা সেখানেই পড়ে থাকে দেহটি। আত্মীয়দের মধ্যেই একজন প্রথম লক্ষ্য করেন ব্যাপারটি। তিনি জানান যে, হঠাৎই দেখা যায় রাথনাম শ্বাস নিতে শুরু করেছেন। নড়াচড়াও করছেন তিনি। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় কাট্টাপ্পানা গ্রামের একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, রাথনাম বেঁচে রয়েছেন। তখন পুলিশেও খবর দেওয়া হয়।

পুলিশ বলেছে, মৃতদেহ মর্গে নিয়ে যাওয়ার পূর্বে হাসপাতাল ও চিকিৎসকের অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। তবে রাথনামের আত্মীয়রা তা করেননি। মরে গেছেন ভেবে, মর্গের চেনাপরিচিতের মাধ্যমে বেআইনিভাবে সেখানে দেহ রেখে দেওয়া হয়। চিকিৎসকের কাছে নিয়ে গেলেই জানা যেতো, মহিলা মারা যাননি। তবে এ যাত্রা তিনি বেঁচে থাকলেও, শেষ পর্যন্ত কতোক্ষণ বা কতো দিন তাকে বাঁচিয়ে রাখা যাবে তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে চিকিৎসকদের মধ্যে।

This post was last modified on সেপ্টেম্বর ৭, ২০১৭ 9:39 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এবার আইস্ক্রিনে আসছে শাকিবের ‘দরদ’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে চলেছে সুপারস্টার শাকিব…

% দিন আগে

পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি…

% দিন আগে

কিছুতেই ঘুম ভাঙছে না ‘অলস’ সন্তান! ছানাকে জাগিয়ে তুলতে অভিনব পন্থা নিলো মা-হাতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে পুচকে একটি বাচ্চা হাতি। শাবকের ঘুম ভাঙাতে…

% দিন আগে

কুয়াশাচ্ছন্ন এক শীতের সকাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১ মাঘ ১৪৩১…

% দিন আগে

জানিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ: খুশকি তাড়াতে কী অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু ব্যবহার করবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব স্বাভাবিকভাবেই খুশকি হলে অনেকেই অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু ব্যবহার করে থাকি।…

% দিন আগে

অ্যান্ড্রয়েডে থাকা নিরাপত্তা ত্রুটির বিষয়ে সতর্ক করেছে গুগল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা একাধিক নিরাপত্তা ত্রুটির বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক…

% দিন আগে