দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রযুক্তিবিশ্ব ক্রমেই এগিয়ে চলেছে। যতো দিন গড়াচ্ছে ততোই এগিয়ে যাচ্ছে প্রযুক্তি। এবার এমনই একটি মোবাইল আনতে চলেছে চীনের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। বিশ্বের প্রথম ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার স্মার্টফোন আনছে ভিভো!
বর্তমান প্রযুক্তিনির্ভর যুগের অন্যতম হলো স্মার্টফোন। স্মার্টফোনের গুরুত্বপূর্ণ একটি অঙ্গই হলো এর ফ্রন্ট ক্যামেরা।
বর্তমানে স্মার্টফোন মানেই সেলফি। সেলফি ছাড়া যেনো দুনিয়া অচল। আর সলেফি তুলতে গেলে ভালো ক্যামেরার প্রয়োজন। তাই ভিভো এবার নিয়ে এলো ভালো সেলফির জন্য উন্নত ক্যামেরা। ভিভো তাদের স্মার্টফোনে নিয়ে এসেছে ২৪ মেগাপিক্সেল ক্যামেরা।
চীনা অন্যতম সংস্থা হলো ওপো এবং ভিভো। দুই সংস্থার মোবাইলের প্রধান ইউএসপি ফিচার ফ্রন্ট ক্যামেরার গভীরতা অনেক। তবে এবার সব কিছু ছাপিয়ে যাচ্ছে ভিভো। সংস্থার ফ্ল্যাগশিপ মডেল Vivo V7 Plus এই ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে, যা বিশ্বের মধ্যে প্রথম কোনো মোবাইলের ফ্রন্ট ক্যামেরা বলে দাবি করা হয়েছে।
ইতিপূর্বে মডেল V6 Plus এ ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছিল ভিভো। যার সঙ্গে মুনলাইট ফ্ল্যাশও ছিল। ডুয়াল ক্যামেরা ছিল সেখানে। অন্য ক্যামেরাটি ছিল মাত্র ৮ মেগাপিক্সেল।
জানা গেছে, নতুন মডেলটিতে ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সঙ্গে থাকছে সফ্ট ফ্ল্যাশ, যে কারণে অন্ধকারেও সেলফি তুলতে কোনো সমস্যা হবে না। আরও অ্যাপার্চার দেওয়া হয়েছে f/2.0. অর্থাৎ কম আলোয় খুব ভালো ছবিও উঠানো যাবে। প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল, সেখানেও অ্যাপার্চার f/2.0 ও LED ফ্ল্যাশ রয়েছে। ফেস বিউটি ও পোট্রেইট মোড পূর্ব হতেই দেওয়া রয়েছে।
এই নতুন সেটটিতে অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড 7.1 নোগাট, অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল মেমরিও রয়েছে। মাইক্রো SD কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত মেমরি এক্সপ্যান্ড করা সম্ভব হবে। এতে Li-ion ৩২২৫ mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তবে এটি ফোনের সঙ্গে ফিক্সড অবস্থায় আছে। 4G ও তার সঙ্গে স্মার্টফোনের প্রায় সমস্ত প্রয়োজনীয় ফিচারই রয়েছে। ভিভোর নতুন এই মডেলটির দাম রাখা হয়েছে প্রায় ২২ হাজার টাকার মতো।
This post was last modified on সেপ্টেম্বর ১০, ২০১৭ 12:21 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৯ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি আপনি হৃদরোগের থেকে দূরে থাকতে চান তাহলে ভরসা রাখতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গতকাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাশ্রয়ী দামে শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা; সাথে দৃঢ়তা ও…