দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লালনকন্যা খ্যাত ক্লোজআপ ওয়ান তারকা নাসরিন আক্তার বিউটি’র মিউজিক ভিডিও ‘পাষাণ বন্ধু’ রিলিজ দেওয়া হবে আগামী ৭ অক্টোবর। নিজের জন্মদিন উপলক্ষে নতুন এই গানের মিউজিক ভিডিওটি আনতে চলেছেন তিনি।
নিজের জন্মদিন উপলক্ষে নতুন একটি গানের মিউজিক ভিডিও ‘পাষাণ বন্ধু’ আনছেন লালনকন্যা খ্যাত ক্লোজআপ ওয়ান তারকা নাসরিন আক্তার বিউটি।
জানা গেছে, আগামী ৭ অক্টোবার জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ‘পাষাণ বন্ধু’ নামে এই মিউজিক ভিডিওটি রিলিজ দেওয়া হবে।
সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বিউটি বলেছেন, আমার ছেলে রায়াত এর জন্মের পর যেহেতু এই মিউজিক ভিডিওটি প্রথম রিলিজ করতে যাচ্ছি তাই এটি আমি আমার ছেলে রায়াতকে উৎসর্গ করছি।
‘পাষাণ বন্ধু’র গানটির কথা লিখেছেন ও সুর করেছেন জিয়াউদ্দিন। গানটি কম্পোজ করেছেন মুশফিক লিটু ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
সবাইকে মিউজিক ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা বিউটি বলেছেন, আমার অন্যান্য গানের মতোই এই গানটিও সবার অনেক ভালো লাগবে বলে আমি আশা করি। গানটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।