দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা নিধনের অভিযানের ছবি ফেইসবুক তোলার পর এখন তা ‘লুকিয়ে ফেলেছে’ মিয়ানমার সেনাবাহিনী’। রয়টার্স-এর খবরে এই তথ্য দেওয়া হয়েছে।
মিয়ানমারের আরাকান রাজ্যে রাখাইনদের অভিযানের ছবি ফেইসবুক তোলার পর এখন সেটি মিয়ানমারের সেনাবাহিনী লুকিয়ে ফেলেছে বলে রয়টার্সের এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
রাখাইন রাজ্যে ওই অভিযানে মুসলিম রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা ও বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের ব্যাপক সমালোচনায় মুখর রয়েছে।
গত ২৫ অগাস্ট ওই অভিযান শুরুর পর প্রায় পৌনে ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। এরপর বাংলাদেশের পক্ষ হতে সঙ্কট সমাধানের তাগিদ দিয়ে বিষয়টি জাতিসংঘেও তোলা হয়েছে।
মিয়ানমারের সেনাবাহিনীর এই দমনাভিযান খতিয়ে দেখার জাতিসংঘের উদ্যোগের মধ্যে গত মঙ্গলবার রয়টার্স এক প্রতিবেদনে ফেইসবুক হতে ছবিগুলো লুকিয়ে ফেলার বিষয়টি ধরা পড়ার কথা জানিয়েছে।
রয়টার্স তার এক খবরে বলছে, মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের অফিসিয়াল ফেইসবুক পাতায় ১ অগাস্ট হতে ২৯ আগস্ট পর্যন্ত সময় পোস্ট করা ছবিগুলো হঠাৎ করেই গায়েব হয়ে গেছে।
ওই ফেইসবুক পাতায় ছবিগুলো এখন দেখা যাচ্ছে না, তবে নির্দিষ্ট দিনের বা কি ওয়ার্ড সার্চ দিয়ে ছবিগুলো পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
আন্তর্জাতিক এই সংবাদ সংস্থাটি আরও বলেছে, কী কারণে কখন পোস্টগুলো গায়েব করে দেওয়া হলো, বিষয়টি স্পষ্ট নয়। তবে রবিবার, সোমবার এমনকি মঙ্গলবারও এশিয়ার বিভিন্ন স্থান হতে পোস্টগুলো দেখা যায়নি।
বিষয়টি জানতে যোগাযোগ করা হলে মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল অং ইয়ে উইন রয়টার্সকে বলেছেন, “আমরা কিছুই লুকাইনি, হয়তো কোনো ধরনের ভুলে এটা হয়েছে।”
মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির মুখপাত্র জাও তাইয়ের কাছে রয়টার্স জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রকে দেখিয়ে দেন।
সেনা নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিও থু সোয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে বলেছেন, এই বিষয়ে তার কোনো ধারণাই নেই।
ফেইসবুকের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, সংশ্লিষ্ট ফেইসবুক পাতার অ্যাডমিন চাইলে যে কোনো সময় এভাবে পোস্ট লুকিয়ে ফেলতে পারেন।
উল্লেখ্য, মিয়ানমারে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলে সেনা অভিযান চালিয়ে রোহিঙ্গাদের ঘর-বাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হচ্ছে। লাখ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করেছে। এদিকে এ বিষয়ে জাতিসংঘ অভিযোগ করলেও দেশটি তা বরাবরই অস্বীকার করে আসছে।
This post was last modified on সেপ্টেম্বর ২৭, ২০১৭ 3:01 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…