দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নানা সমালোচনার মুখে অবশেষে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর বিজয়ী নাম পরিবর্তন করা হয়েছে। জান্নাতুল নাঈম এভ্রিলকে ‘অযোগ্য’ঘোষণা করে জেসিয়াকে নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঘোষণা করা হয়েছে।
জেসিয়া ইসলাম হলেন নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। প্রতিযোগিতায় আগের বিজয়ী ছিলেন জান্নাতুল নাঈম এভ্রিল। তার বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ এনে মুকুট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার অন্যতম বিচারক বিবি রাসেল। তারপর নতুন করে বিজয়ী হিসেবে জেসিয়া ইসলামের নাম ঘোষণা করা হলো।
আজ (বুধবার) ঢাকার ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে এভ্রিলের খেতাব বাতিলের ঘোষণা দিয়ে প্রথম রানার্স আপ জেসিয়ার মাথায় মুকুট পরানোর ঘোষণা দেওয়া হয়েছে।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজকদের এই সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিচারক বিবি রাসেল বলেছেন, “ভুল সবারই হয়। আশা করি, সকলেই বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”
বিচারকদের মধ্যে শম্পা রেজা এবং চঞ্চল মাহমুদও উপস্থিত ছিলেন ওই সংবাদ সম্মেলনে। বাকি দুজন জুয়েল আইচ এবং সোনিয়া বশির কবির অনুপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হিসেবে জান্নাতুল নাঈম এভ্রিলের নাম ঘোষণার পর হতেই শুরু হয় বিতর্ক।
প্রথমে অভিযোগ ওঠে। বিচারকদের মতামত উপেক্ষা করে আয়োজক সংস্থা অন্তর শো বিজ এভ্রিলকে বিজয়ী ঘোষণা করেন। তারপর বিয়ের খবর লুকিয়ে এভ্রিলের এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার খবরও প্রকাশ পায় গণমাধ্যমে।
এই বিষয়টি নিয়ে জটিলতা দেখা দেওয়ার পর আয়োজক প্রতিষ্ঠান ‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।
‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় যে, বিবাহিত কিংবা ডিভোর্সি হওয়ায় এভ্রিলের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে কোনো বাধা নেই। তবে তিনি নিজের বিয়ের খবর গোপন রেখে অসততার পরিচয় দিয়েছেন। সে কারণেই তাকে প্রতিযোগিতায় অংশ নিতে নিরুৎসাহিত করা হয়।
ওই বার্তা পাওয়ার পর অন্তর শো বিজ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজকরা এভ্রিলের এই খেতাব বাতিল করার সিদ্ধান্ত নেন।
This post was last modified on অক্টোবর ৪, ২০১৭ 8:37 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…