দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সদ্যই পদত্যাগ করা বিসিসিআই সভাপতির জায়গায় বোর্ডের নৈমিত্তিক প্রশাসনিক কাজের দায়িত্ব নেওয়া জগমোহন ডালমিয়া জানিয়েছেন যে, তিনি ভারতীয় ক্রিকেটের সুনাম ফিরিয়ে দিতে উৎসাহী হলেও কোন তাৎক্ষণিক ফলাফলের আশাবাদ দিতে পারছেন না। উল্লেখ্য কিছুদিন আগে ম্যাচ ফিক্সিং কাণ্ডে রাজস্থান রয়্যালসের ৩ খেলোয়াড় শ্রীশান্ত, অজিত চান্দিলা ও অঙ্কিত চ্যাবন গ্রেফতার হলে টালমাতাল হয়ে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড।
তিনি জানান, “আমাদের কাছে এমন কোন ওষুধ নেই যা তাৎক্ষণিক ফলাফল এনে দেবে। এমন কোন জাদুই নেই আমাদের কাছে। আমরা আমাদের সেরাটা ঢেলে দেব যাতে ক্রিকেট তার সুনাম ফিরে পায়।”
আইসিসিতে তিনিই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কিনা সে বিষয়ে ডালমিয়া বলেন, “আমি বিসিসিআই এর হয়ে প্রতিনিধিত্ব করতেও পারি আবার নাও করতে পারি, এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সেটা করার অধিকার আমার আছে এবং সে বিষয়ে সিদ্ধান্তটাও আমার।”
তিনি আরো নিশ্চিত করেছেন যে গত শুক্রবার বিসিসিআই সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করা সঞ্জয় জগদালে আর পদে ফিরছেন না। তবে পদত্যাগ করা ট্রেজারার অজয় শিরকের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি, “……জগদালে আমাদের জানিয়েছে সে আর সেক্রেটারির দায়িত্ব পালন চালিয়ে যেতে চায় না। তবে আমরা এখনো শিরকের সাথে যোযযোগ করে উঠতে পারিনি। আমরা আশা করছি যে, আগামীকালের (আজকে) মধ্যেই আমরা তার উত্তর (পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ব্যাপারে) পাব। আমরা কাল পর্যন্ত অপেক্ষা করব।”
কি পদ্ধতিতে জগদালের ছেড়ে যাওয়া জায়গা পূরণ করা হবে সে বিষয়েও নিশ্চিত করে কিছুই বলেননি ডালমিয়া, “আমার নতুন সেক্রেটারি নিয়োগের ক্ষমতা আছে না নেই তা আপনারা কালই জানতে পারবেন। আমি মনে করি, বোর্ড আমাকে পর্যাপ্ত ক্ষমতা দিয়েছে। তবে ক্ষমতা থাকা না থাকা নিয়ে আমি ভাবছিনা। আমার দায়িত্ব পালনের বিষয়টাই এখন আমার মাথায় কাজ করছে।”
বিসিসিআই ছাড়াও আইসিসিরও একসময় সভাপতি ছিলেন ডালমিয়া, আজকে ভারতীয় ক্রিকেটবোর্ডের অর্থনৈতিক ভাবে এতটা শক্তিশালী হওয়ার পেছনেও তার অবদান অনেক। তবে ৭৩ বছর বয়সী ডালমিয়া এখন দীর্ঘমেয়াদে এই দায়িত্বে থাকতে চাননা বলেই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন যে, এ মূহূর্তে ক্রিকেটকে কিছু দিতে পারলেই খুশি তিনি আর সেটাই তার জন্য যথেষ্ট।
তথ্যসূত্রঃ ক্রিক ইনফো
This post was last modified on জুন ৪, ২০১৩ 9:37 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…