দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭ খৃস্টাব্দ, ১৮ কার্ত্তিক ১৪২৪ বঙ্গাব্দ, ১২ সফর ১৪৩৯ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে নৈসর্গিক দৃশ্যটি আপনারা দেখছেন সেটি খাগড়াছড়ি পার্বত্য জেলার দৃশ্য। সত্যিই চমৎকার একটি মনোমুগ্ধকর দৃশ্য এটি।
একটি প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ দৃশ্য এটি। পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান। যে কারণে প্রতিদিন শত শত পর্যটক আসেন এই এলাকায়।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মোট আয়তন হলো ২৬৯৯.৫৫ বর্গ কিলোমিটার। জেলার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম জেলা, পূর্বে ভারতের মিজোরাম রাজ্য এবং ত্রিপুরা রাজ্য ও পশ্চিমে চট্টগ্রাম জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত। ঢাকা হতে খাগড়াছড়ির দূরত্ব হচ্ছে ২৬৬ কি.মি. ও চট্টগ্রাম হতে দূরত্ব হলো ১১২ কি.মি.। জেলা শহরের রয়েছে অনেক হোটেল মোটেল। যেখানে পর্যটকরা থেকে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।
ছবি ও তথ্য: http://www.gonews24.com এর সৌজন্যে।