Categories: জ্ঞান

মৃত্যুর ২৪১৫ বছর পর আদালতের রায়: সক্রেটিস নির্দোষ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৃত্যুর পর পেরিয়ে গেছে ২৪১৫ বছর। এই দীর্ঘ সময় পর আদালতের রায় দিয়েছেন যে সক্রেটিস নির্দোষ! তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিলো যে, তিনি তরুণদের ভুলপথে চালিত করেছেন, ধর্মের অপব্যাখ্যা দিয়েছেন ও দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন।

তরুণদের ভুলপথে চালিত করা, ধর্মের অপব্যাখ্যা ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছিল সক্রেটিসের বিরুদ্ধে। কিন্তু ২৪১৫ বছর পর প্রমাণ হলো তিনি আসলে ছিলেন নির্দোষ।

আমরা দেখেছি অনেকেই বছরের পর বছর জেল খাটার পর বেকসুর খালাস পান। আবার ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ডের পরেও অপরাধী প্রকৃত দোষী ছিলো কি না, বিষয়টি নিয়ে তর্ক চলতেই থাকে। তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার প্রায় ২৪১৫ বছর পর কেও যদি নির্দোষ প্রমাণিত হন? তাহলে চমকে উঠায় স্বাভাবিক ঘটনা! এবার সেই চমক সৃষ্টি রায়ের কথা শোনা গেলো। মৃত্যুদণ্ডের ২৪১৫ বছর পর গ্রিসের একটি আদালত রায় দিলো যে, সক্রেটিস নির্দোষ ছিলেন।

Related Post

সক্রেটিস এমনই এক দার্শনিক চিন্তাধারার জন্ম দিয়েছিলেন যে, যা দীর্ঘ ২ হাজার বছর ধরে পশ্চিমা সংস্কৃতি, দর্শন এবং সভ্যতাকে প্রভাবিত করেছে। তবে প্রাচীন গ্রিসের শাসকরা সক্রেটিসের তত্ত্বগুলিকে কখনও মানতে চাননি। আর সে কারণেই এই গণ্ডগোল।

সক্রেটিস এথেন্সের তৎকালীন আরাধ্য দেবতাদের নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তোলেন । তাঁর বিরুদ্ধে অত্যাচারী শাসকদের সমর্থনেরও অভিযোগ আনা হয়।

যদিও বলা হয়েছে যে, সক্রেটিস নির্দোষ হলেও মুখ বুজে বিচারকদের রায় মেনে নিয়েছিলেন। মৃত্যুর পূর্বে পালানোর সুযোগ পেলেও এথেন্স ছেড়ে যাননি সক্রেটিস।

তরুণদের বিপথে নিয়ে যাওয়া, নতুন দেবদেবীদের সম্পর্কে প্রচার করাসহ সক্রেটিসের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর স্বপক্ষে আদালতে কোনও যুক্তিগ্রাহ্য প্রমাণ বিচারপর্বে তুলে ধরা যায়নি বলে অভিযোগ ওঠে।

হেমলক বিষপান করে মৃত্যুদণ্ডের আদেশ মাথা পেতে মেনে নিয়েছিলেন সক্রেটিস। তিনি আসলেও দোষী ছিলেন কি না, সেই সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য এথেন্সের ওনাসিস ফাউন্ডেশনের একটি আদালতে আবার নতুন করে বিচারব্যবস্থার আয়োজন করা হয়। সেই বিচারেই সক্রেটিসকে সম্পূর্ণ নির্দোষ বলে রায় দিলেন ওই আদালত।

সক্রেটিসের সমর্থনে তাঁর আইনজীবী বলেছেন, ‘‘কোনো ব্যক্তির অভিমত কখনও অপরাধ হতে পারে না। সক্রেটিস সব সময় সত্যের সন্ধান করতেন। আর তা করতে গিয়ে তিনি তাঁর নিজস্ব মত তুলে ধরতেন। তবে আমার মক্কেলের একটাই দোষ ছিলো, তিনি উস্কানিমূলক কথা বলে মানুষকে খ্যাপাতেন। সবসময় বাঁকা বাঁকা কথা বলতেন তিনি। যেমন তিনি বলতেন, ‘দেখাও তোমাদের গণতন্ত্র কতোটুকু খাঁটি ও বিশ্বাসযোগ্য’ ইত্যাদি ইত্যাদি।’’ সক্রেটিসের সমর্থনে তাঁর আইনজীবী আরও বলেন যে, সাধারণ মামলাকে জটিল করার জন্য মৃত্যুদণ্ডের মতো শাস্তি দেওয়াটা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না।’’

সক্রেটিসের পক্ষ নিয়ে এই মামলায় ফ্রান্সের এই বিখ্যাত আইনজীবী সওয়াল করেন। উল্টোদিকে গ্রিসসহ বেশ কয়েকটি দেশের আইনজীবীরা সক্রেটিসের বিরোধিতাও করেন। এই মামলার বিচারের জন্য আমেরিকা এবং ইউরোপীয় বিচারকদের সমন্বয়ে একটি প্যানেল তৈরি করা হয়। দীর্ঘ বাদানুবাদের পর সক্রেটিসের আইনজীবীর যুক্তিতেই নির্দোষের পক্ষে সিলমোহর দেন বিচারকরা।

উল্লেখ্য, গত বছর নিউইয়র্কের একটি আদালতেও সক্রেটিস নির্দোষ প্রমাণিত হন।

This post was last modified on নভেম্বর ৬, ২০১৭ 10:03 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ডায়াবেটিস রোগিরা ‘ইনস্ট্যান্ট নুডলস’ খেলে কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ইনস্ট্যান্ট নুডলস’ স্বাদে মিষ্টি না হলেও এই ধরনের খাবারে শর্করার…

% দিন আগে

বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে সাব্বির আহমেদকে নিয়োগ দিলো ভিসা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেমেন্ট প্রযুক্তিতে বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসার বাংলাদেশ, নেপাল এবং ভুটানের…

% দিন আগে

বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ডিজ্যাবিলিটি আর্ট ফেস্টিভ্যাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অন্তর্ভূক্তিমূলক থিয়েটার ক্ষেত্রে প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টার…

% দিন আগে

বিয়ের প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। অপু বিশ্বাস ও বুবলীকে…

% দিন আগে

৬ মাসে ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহত ১৩ হাজার শিশু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজা উপত্যকায় গত ৬ মাসে নিহত শিশুদের সংখ্যা আঁতকে উঠার…

% দিন আগে

আপনার চরিত্র কেমন তা আপনার আঙুলের আকৃতিই বলে দেবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার ব্যক্তিত্ব কীরকম তা বলে দিতে পারে আপনার আঙুলের আকৃতি!…

% দিন আগে