দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৫ নভেম্বর ২০১৭ খৃস্টাব্দ, ১১ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ, ৬ রবিউল আউয়াল ১৪৩৯ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি আপনারা দেখছেন সেটি সিলেটের এক প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান যার নাম ‘লোভাছড়া’। অত্যন্ত সুন্দরতম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে এই স্থানটিতে।
সিলেটের কানাইঘাট উপজেলায় সীমান্ত এলাকার বড় বড় পাহাড় ছুঁয়ে নেমেছে ঝর্ণা। চারদিকে সবুজ বেষ্টিত চা বাগান, সারি সারি গাছ, পাহাড় ও বালু সমৃদ্ধ স্বচ্ছ পানির বহমান নদী। অনেকটা লোকচক্ষুর আড়ালে প্রাকৃতিক নৈসর্গের আরেক রূপ সৌন্দর্য
যার নাম ‘লোভাছড়া’।
এই লোভাছড়া হতে ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয় খুব খুব নিকটেই। এখাকার যে কোনো উঁচু পাহাড়ে উঠলে মেঘালয়ের খাসিয়া জৈন্তিয়া পাহাড় খুব কাছ থেকে দেখা যায়।
ছবি ও তথ: http://banglainitiator.com এর সৌজন্যে।