দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্যিই ধরা কঠিন। এই তিনজনের মধ্যে কে মা? আপনি কী বলতে পারবেন? এই ছবিটি সম্প্রতি অনলাইন মাধ্যমগুলো ভাইরাল। তিনজনের মধ্যে দুজন মেয়ে আর একজন মা। কিন্তু কে মা তা ধরা বড়ই কঠিন কাজ।
সম্প্রতি এই পারিবারিক ছবিটি ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে কানাডার এই ছবিটি। এই ছবিতে তিনজনের মুখ রয়েছে। একজন মা ও বাকি দু’জন তারই মেয়ে।
মেয়েদের একজনের বয়স ১৮ বছর ও অন্যজনের বয়স ১৬ বছর। ছবিটি নিয়ে কৌতূহলের কারণ একটিই আর তা হলো, তিনজনের মধ্যে মা ও মেয়েকে পৃথক করা খুবই কঠিন। চেহারা এবং বয়স দেখা যায় একই রকম।
তাই অনেকেই এই ছবিটি পোস্ট করে প্রশ্ন রেখেছেন, বলুন তো কে মা কারা মেয়ে? এর উত্তর দিতে গিয়ে প্রায় সবাই ভুল করছেন।
অনেকেই ভুল করে মেয়েদেরকেই হয়তো মা বলছেন। দুই মেয়ে ছাড়াও আরও এক পুত্র সন্তান রয়েছে তার। তবে চেহারায় মোটেও বয়সের ছাপ পড়েনি। যে কারণে বোঝ খুবই মুশকিল। নিউজটি পুরো পড়ার আগে একবার আপনি বলুনতো কোনটি মা?
ছবিতে সবচে ডানের মেয়েটি মা কিয়েনা, পাশের দু’জন তারই মেয়ে। এই মা সন্তানসহ কানাডার নোভা স্কটিয়ায় বসবাস করছেন। তিনি প্রায়শই মেয়েদের সঙ্গে সেলফি তুলে পোস্ট করে মানুষকে বিভ্রান্তিতে ফেলেন। এই ছবিটিও তেমনই একটি সেলফি।
দ্য মিররের এক খবরে বলা হয়েছে, তিনি যদি মেয়েদের নিয়ে কোথাও বেড়াতে যান তাহলে সবাই তাদেরকে তিন বোন বা বান্ধবী বলেই মনে করেন। মায়ের বয়স যে ‘বাড়ছে না’ তাতে করে কিয়েনার ছেলে মেয়েরাও নাকি ভীষণ খুশি।