দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘আমার মা আমার বেহেশত’ চলচ্চিত্রের দৃশ্যায়ন শুরু হচ্ছে। এই চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করছেন সাইমন সাদিক এবং জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।
বদিউল আলম খোকনের নতুন চলচ্চিত্র ‘আমার মা আমার বেহেশত’। এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন সাইমন সাদিক এবং জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।
ইতিমধ্যেই বিএফডিসিতে এই চলচ্চিত্রের দৃশ্যায়নের কাজ শুরু হবে বলে জানা গেছে। এ বিষয়ে পরিচালক বদিউল আলম বলেছেন, ‘১ ডিসেম্বর হতে বিএফডিসিতে ‘আমার মা আমার বেহেশত’ সিনেমার দৃশ্যায়নের কাজ শুরু করবো। এরপর পুবাইলে এর দৃশ্যায়নের কাজ করা হবে।’
জানা গেছে, ‘আমার মা আমার বেহেশত’ চলচ্চিত্রের মাধ্যমে সাইমন ও মাহি জুটি প্রথমবার বদিউল আলম খোকনের সঙ্গে কাজ করছেন।
এই বিষয়ে সাইমন বলেছেন, ‘খোকন ভাইয়ের মতো গুণী মানুষের সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছি। আশা করছি কাজটি দর্শকদের খুব ভালো লাগবে’।