দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট। সর্বশেষ দুইদল মুখোমুখি হয়েছিলো ২০১১ বিশ্বকাপ ম্যাচে। সেসময় ভারতের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান ছিলেন বীরেন্দর শেবাগ, শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর, ইউসুফ পাঠান এবং যুবরাজ সিং। বোলিং লাইন আপে ছিলেন জহির খান, আশীষ নেহরা, মুনাফ প্যাটেল এবং হরভজন সিং। বেশিরভাগ খেলোয়াড়ই অনুপস্থিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দক্ষিণ আফ্রিকার অবস্থা ভারতের মতো না হলেও তাদের দলেও নেই, গ্রায়েম স্মিথ। যিনি মাত্রই কিছুদিন আগে ইঞ্জুরিতে পড়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে নেই জ্যাক ক্যালিসও। প্রথম ম্যাচ খেলতে পারছেন না, বর্তমানে এক নম্বর বোলার ডেল স্টেইন।
গত দুবছরে নিজের কোচিং দিয়ে গ্যারি কারস্টেন প্রোটিয়াদের বানিয়েছেন টেস্টের এক নম্বর দলে। চ্যাম্পিয়ন্স ট্রফিই কারস্টেনের সর্বশেষ মিশন। ট্রফি জিতেই অবসরে যেতে চান বলে তিনি জানিয়েছেন। ১৯৯৮ সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর আবারও চ্যাম্পিয়ন হবার ব্যাপারে তিনি তার দলকে নিয়েও বেশ আশাবাদী।
তবে যতোযাই হোক, দক্ষিণ আফ্রিকা অন্তত তাদের পূর্ণ মনোযোগ ক্রিকেটেই ধরে রাখতে পেরেছে। কিন্তু ভারত সম্পুর্ণ উল্টো। দলের সহখেলোয়াড় শ্রীশান্তের আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের পর টালমাতাল হয়ে যায় ভারতীয় ক্রিকেট। গতকয়েকদিনে পত্রপত্রিকা, মিডিয়া সবজায়গায় স্পট ফিক্সিং নিয়ে বয়ান দিতে দিতে ক্লান্তই বলা যায় ধোনির দলকে। তবে এর মাঝেও ভারত ভালো পারফর্মই করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ম আপ ম্যাচগুলোতে। কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০৮ রান করে অসিদের ৬৫ রানে অলআউট করে দেয়াটা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহুগুন।
আজকে সেই একই মাঠে কার্ডিফে ভারত প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। তবে কার্ডিফের পিচ কাউকেই কোনকিছু নিশ্চয়তা দিতে পারছে না। কারণ ওয়ার্ম আপ ম্যাচে এই মাঠে অস্ট্রেলিয়া ৬৫ রানে অলআউট হলেও, ভারতের টপ অর্ডারও কিন্তু ব্যর্থ হয়েছিলো এ পিচে। পিচ নিয়ে ভারতীয় অধিনায়ক ধোনি বলেছেন, “পিচ সুইং বান্ধব নয়, কিন্তু পেসারদের জন্য কিছু না কিছু হলেও আছে, যা থেকে তারা সুবিধা আদায় করে নিতে পারবে।” একই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে স্বাচ্ছন্দ্যে খেলেই ২৫৭ রান তাড়া করে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
তবে ইংল্যান্ডের মাটিতে দক্ষিণ আফ্রিকার গত ৬ বছরের ওয়ানডে রেকর্ড একদমই ভালো না। ১০ টি ম্যাচের ভেতর মাত্র ২টিতে জয় পেয়েছে তারা! যেটা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের জন্য দারূণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারানোর অভিজ্ঞতা ভারতের থাকায় এক্ষেত্রেও প্রোটিয়ারা একটু পিছিয়ে।
ম্যাচ নিয়ে ধোনির আশাবাদ, “চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্ণামেন্টে দক্ষিণ আফ্রিকার সাথে আমাদের রেকর্ড ভালো হলেও, মাঠের লড়াই শেষ কথা। কাজেই খেলার সময় আমাদের স্টহিক সিদ্ধান্তই ম্যাচের জয় পরাজ্য নির্ধারণ করে দেবে।”
অন্যদিকে এবি ডি ভিলিয়ার্স বলেছেন, “যদি বোলিং নেই, তাহলে প্রথম ১৫ ওভার ভারতকে চাপে রাখার সর্বোচ্চ চেষ্টাই করে যাবো আমরা। আর যদি ব্যাট হাতে নামি তাহলে উইকেট ধরে রেখে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যাবো।”
ভারতঃ (সম্ভাব্য দল) ১. শেখর ধাওয়ান, ২. রোহিত শর্মা, ৩. ভিরাট কোহলি, ৪. দীনেশ কার্ত্তিক, ৫. ধোনি (অধিনায়ক এবং উইকেটকিপার), ৬. সুরেশ রায়না, ৭. রবীন্দ্র জাদেজা/ ইরফান পাঠান, ৮. অশ্বিন, ৯. ভুবনেশ্বর কুমার, ১০. ইশান্ত শর্মা, ১১. উমেশ যাদব।
দক্ষিণ আফ্রিকাঃ (সম্ভাব্য দল) ১. হাশিম আমলা, ২. আল্ভিরো পিটারসেন, ৩. কলিন ইনগ্রাম, ৪. এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক এবং উইকেটকিপার), ৫. ফাফ প্লেসিস, ৬. ডুমিনি, ৭. ম্যাকলার্ন, ৮. রবিন পিটারসেন, ৯. ক্লেইনভেল্ডট, ১০. মরনে মরকেল, ১১. টটসোবে
তথ্যসূত্রঃ ক্রিকইনফো
This post was last modified on জুন ৬, ২০১৩ 10:15 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি সংস্থায় কাজ করতে হলে কর্মীদের মেনে চলতে হয় বিদ্ঘুটে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১৩ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি শরীরচর্চা করলে শরীর ফিট থাকে। ওজনও তখন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার এবং এয়ারমার্স ব্র্যান্ডের এআইওটি (আর্টিফিশিয়াল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৩ সালে ‘গদর’-এর সিক্যুয়েল দিয়ে বক্স অফিসে ঝড়ো ইনিংস শুরু…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, আহত ওই মধ্যবয়সি ব্যক্তির নাম…