মালয়েশিয়া বায়তুল মুকাদ্দাস রক্ষার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও প্রস্তুত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মালয়েশিয়া মুসলমানদের পবিত্র স্থান বায়তুল মুকাদ্দাস রক্ষার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

মুসলমানদের পবিত্র স্থান বায়তুল মুকাদ্দাস রক্ষার জন্য মালয়েশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। মার্কিন নীতি প্রত্যাখ্যান করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা দেন যে, বায়তুল মুকাদ্দাস রক্ষার্থে আমেরিকার সঙ্গে সম্পর্কের বিষয়টি মোটেও গুরুত্বপূর্ণ নয়।

বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে গত শুক্রবার জুমার নামাজের পর এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক ওই সমাবেশে নেতৃত্ব দেন। সমাবেশে প্রধানমন্ত্রী এই কথা বলেন।

Related Post

প্রধানমন্ত্রী নাজিব রাজাক দৃঢ়তার সঙ্গে বলেন যে, আমরা আমাদের অবস্থানে অটল রয়েছি। আমরা স্বাধীন ও স্বার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছি। বায়তুল মুকাদ্দাসকে আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চাই।

ওই বিক্ষোভ সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদসহ দেশটির প্রভাবশালী ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির তীব্র নিন্দা জানান।

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে জুমার নামাজের পর এই সমাবেশের আয়োজন করা হয়। এতে অন্তত ১০ হাজার মানুষ অংশগ্রহণ করে।

মালয়েশিয়ার খ্রিষ্টানদের সংগঠন ‘অ্যানকম’ এর সদস্যরাও ওই সমাবেশে অংশ নিয়েছেন। অ্যানকম’র সভাপতি জোশুয়া হং বলেন যে, ‘আমরা এই সমাবেশে অংশ নিয়েছি। কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাজনৈতিক স্বার্থে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন।’

উল্লেখ্য, ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেন। এই প্রথম কোনো দেশ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান বায়তুল মুকাদ্দাসকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদ মার্কিন প্রেসিডেন্টের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রস্তাবও পাস করেছে ইতিমধ্যেই।

This post was last modified on ডিসেম্বর ২৩, ২০১৭ 10:57 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

দীপিকা ছেলের জন্য সুস্থ হয়ে উঠতে চান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…

% দিন আগে

নাখোশ ইউরোপ: যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল নিয়ে খুশি রাশিয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…

% দিন আগে

কানাডায় বরফের নিচে আয়োজন হলো পার্টি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…

% দিন আগে

বরফে আচ্ছাদিত রাস্তা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শীতে ঠোঁট ফাটা হতে রক্ষা পেতে করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…

% দিন আগে

নাসার রোভার মঙ্গল গ্রহে বজ্রপাতের সম্ভাব্য শব্দ ধারণ করলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…

% দিন আগে