মালয়েশিয়া বায়তুল মুকাদ্দাস রক্ষার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও প্রস্তুত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মালয়েশিয়া মুসলমানদের পবিত্র স্থান বায়তুল মুকাদ্দাস রক্ষার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

মুসলমানদের পবিত্র স্থান বায়তুল মুকাদ্দাস রক্ষার জন্য মালয়েশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। মার্কিন নীতি প্রত্যাখ্যান করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা দেন যে, বায়তুল মুকাদ্দাস রক্ষার্থে আমেরিকার সঙ্গে সম্পর্কের বিষয়টি মোটেও গুরুত্বপূর্ণ নয়।

বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে গত শুক্রবার জুমার নামাজের পর এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক ওই সমাবেশে নেতৃত্ব দেন। সমাবেশে প্রধানমন্ত্রী এই কথা বলেন।

Related Post

প্রধানমন্ত্রী নাজিব রাজাক দৃঢ়তার সঙ্গে বলেন যে, আমরা আমাদের অবস্থানে অটল রয়েছি। আমরা স্বাধীন ও স্বার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছি। বায়তুল মুকাদ্দাসকে আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চাই।

ওই বিক্ষোভ সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদসহ দেশটির প্রভাবশালী ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির তীব্র নিন্দা জানান।

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে জুমার নামাজের পর এই সমাবেশের আয়োজন করা হয়। এতে অন্তত ১০ হাজার মানুষ অংশগ্রহণ করে।

মালয়েশিয়ার খ্রিষ্টানদের সংগঠন ‘অ্যানকম’ এর সদস্যরাও ওই সমাবেশে অংশ নিয়েছেন। অ্যানকম’র সভাপতি জোশুয়া হং বলেন যে, ‘আমরা এই সমাবেশে অংশ নিয়েছি। কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাজনৈতিক স্বার্থে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন।’

উল্লেখ্য, ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেন। এই প্রথম কোনো দেশ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান বায়তুল মুকাদ্দাসকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদ মার্কিন প্রেসিডেন্টের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রস্তাবও পাস করেছে ইতিমধ্যেই।

This post was last modified on ডিসেম্বর ২৩, ২০১৭ 10:57 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

সকাল বেলায় পাহাড় দেখতে কিন্তু ভালোই লাগে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ আশ্বিন ১৪৩১…

% দিন আগে

ঘড়ির কাঁটা ধরে খাবার খাওয়াটা জরুরি: কোন খাবার কখন খেলে পাবেন সুফল?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘড়ির কাঁটা ধরে খাওয়ার বিষয়টি সম্পর্কে পুষ্টিবিদরা জানিয়েছেন, শুধু ডায়েট…

% দিন আগে

এবার চীনও ইলন মাস্কের স্টারলিংকের আদলে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে পুরো বিশ্বই প্রযুক্তির উৎকর্ষে আবর্তিত হচ্ছে। বিশেষ করে স্যাটেলাইট…

% দিন আগে

‘ওম্যান অব দ্য ইয়ার’ দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ওম্যান অব দ্য ইয়ার’ এবার ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য…

% দিন আগে

ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু…

% দিন আগে

ট্রেনের দরজায় ঝুলে কেরামতি: রিল বানাতে গিয়ে লোহার স্তম্ভে বাড়ি খেলেন এক তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলন্ত ট্রেনের পাদানিতে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। পাদানিতে দাঁড়িয়ে ট্রেনের…

% দিন আগে