দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিস বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পড়া জান্নাতুল নাঈম এভ্রিল এবার নাটকে নাম লেখাচ্ছেন। তিনি সজলের হাত ধরে নাটকে অভিষেক ঘটাতে চলেছেন।
জান্নাতুল নাঈম এভ্রিল খুব কম সময়ে দেশের একজন পরিচিত মুখ। বিশ্ব সুন্দরীদের প্রতিযোগিতায় নাম লিখিয়ে এই পরিচিতি আরও প্রসার লাভ করে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতার বিজয় মুকুট মাথায় উঠলেও পরে সেটি নামিয়ে নেওয়া হয়। কারণ হিসেবে উঠে আসে তার বাল্য বিবাহ।
এভ্রিল এবার নাটকে অভিষেক হতে চলেছেন। এনটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত নাটক ‘এমনওতো প্রেম হয়’-এ প্রথমবারের মতো অভিনয় করলেন সজল ও এভ্রিল। নাটকটি নির্মাণ করেছেন জুনায়েদ। নাটকটি রচনা করেছেন আহসান হাবিব সকাল।
নাটকে সজল অভিনয় করেছেন সাহিল চরিত্রে ও এভ্রিল অভিনয় করেছেন সজলেরই বিপরীতে দুটি চরিত্রে।
জীবনের প্রথম নাটকে অভিনয় এবং সহশিল্পী হিসেবে সজলের সঙ্গে সুযোগ পাওয়া প্রসঙ্গে এভ্রিল বলেন, সজল ভাই আমার অনেক প্রিয় একজন অভিনেতা। যখন থেকে আমি অভিনয় বুঝি তখন থেকেই তাকে আমার খুব ভালো লাগে। সেই প্রিয় মানুষটির সঙ্গে প্রথম অভিনয় করার সময় দারুণ উচ্ছ্বাস কাজ করেছিল আমার মনে। আশা করি দর্শকদের খুব ভালো লাগবে।
This post was last modified on জানুয়ারী ১, ২০১৮ 11:18 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…