দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের মোবাইলের বয়স একটু বেশি হয়েছে তাদের অনেক সময় চার্জিং এর সমস্যা দেখা দেয়। আজ রয়েছে পুরনো মোবাইল দ্রুত চার্জ করার সহজ উপায় সম্পর্কে একটি প্রতিবেদন।
নতুন ফোনে চার্জিং নিয়ে সেভাবে সমস্যা দেখা যায় না। তবে ফোন একটু পুরনো হতে শুরু করলেই সমস্যার সূত্রপাত ঘটে। ফোনের ব্যাটারি চার্জ হতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তাছাড়া বেশি সময় চার্জ থাকেও না।
একটি প্রতিবেদন অনুযায়ী, এমন কিছু পদ্ধতি রয়েছে যেগুলো মানলে পুরনো ফোনও দ্রুত চার্জ করা সম্ভব। যেমন: ফোন একটু পুরনো হলে নিয়মিত সেটিকে আপডেট করাতে হবে। যে কারণে ফোন যেমন স্লো হবে না, ঠিক তেমনি ফোনের ব্যাটারিও ভালো থাকবে। ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করার চেষ্টা করতে হবে। কম্পিউটার কিংবা ওয়ারলেস চার্জিং করলেও চার্জ হতে সময় বেশি নেয়। যে কারণে প্লাগ পয়েন্ট হতে ফোন চার্জ করাই বুদ্ধিমানের কাজ হবে।
চার্জিংয়ের সময়ে কি কাজ করলে ফোন দ্রুত চার্জ করা যায় সেটি জেনে নিন:
# মোবাইল ফোন চার্জে বসানোর সময় আপনি ব্যাটারি সেভিং মোডটি অন করে দিন।
# মোবাইল ফোন চার্জ করার সময় ফ্লাইট মোড অ্যাক্টিভেট করে দিন। যে কারণে কলিং, ইন্টারনেট, জিপিএস সবকিছুই বন্ধ থাকবে ফোন দ্রুত চার্জ হবে।
# আপনি যেখানে মোবাইল ফোন চার্জ করছেন সেই স্থানটি খুব গরম কিংবা ঠাণ্ডা হলে চার্জিংয়ে বেশি সময় লাগতে পারে। তাই অতিরিক্ত গরমে ফোন চার্জ করলে ফোনের তাপমাত্রাও সেক্ষেত্রে বেড়ে যায়। যে কারণে অত্যন্ত ধীর গতিতে ফোন চার্জ হয়।
# যদিও সবার পক্ষে ফোন বন্ধ রাখা সম্ভব হয় না, তথাপিও মোবাইল ফোন যদি অফ করে চার্জ দিতে পারেন তাহলেও সেটি দ্রুত চার্জ হবে।