দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক ভবন নির্মাতা ব্যবসায়ীর বাড়িতে পাওয়া গেছে শত কোটি টাকার বিছানা! ভারতের উত্তর প্রদেশের কানপুরে ওই নির্মাতা ব্যবসায়ী বসবাস করেন। ওই ব্যবসায়ির নাম আন্দ খাত্রি।
দেশটির পুলিশ ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) কর্তৃপক্ষ সম্প্রতি ওই অর্থ উদ্ধার করেছে। পরে সেগুলো উদ্ধার করে ৫টি বড় স্টিলের ট্রাঙ্ক, বস্তা এবং কার্টনে ভরা হয়। এগুলো সব ৫০০ এবং ১০০০ রুপির নোট ছিলো। উদ্ধার হওয়া ওই নোটগুলো দিয়ে বিছানা তৈরি করা হয়েছিল বলে জানিয়েছে দেশটির উত্তর প্রদেশ পুলিশ।
অর্থ পাচারের অভিযোগ এড়ানোর জন্য ওই ব্যবসায়ী এই কাজটি করেছেন বলে ধারণা করছে পুলিশ। ইতিপূর্বে ২০১৬ সালের নভেম্বরে পূর্ব ঘোষণা ছাড়াই বিজেপি সরকার ৫০০ এবং ১০০০ রুপির নোট বাতিল ঘোষণা করে।
জি নিউজ এর এক খবরে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি কোথায় থেকে এই বিপুল পরিমাণ অর্থ পেলেন, কেনোইবা তিনি এতোদিন এতো বিপুল পরিমাণ অর্থ জমিয়ে রাখলেন। এইসব বিষয়েগুলো জানতে অভিযুক্ত ব্যক্তি এবং তারসঙ্গে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। তদন্ত হলে বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।