হিজাব খুলতে অস্বীকার করায়…

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আদালতের একজন বিচারকের কাণ্ড দেখে হতবাক সকলেই। হিজাব খুলতে অস্বীকার করায় এক আইনজীবীকে আদালত থেকে বের করে দিলেন বিচারক!

এই ঘটনাটি ঘটেছে ইতালিতে। হিজাব খুলতে অস্বীকৃতি জানানোর কারণে ইতালির একটি আঞ্চলিক আদালতের কক্ষ হতে মুসলিম এক আইনজীবীকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিজের হতাশা ব্যক্ত করেছেন মরক্কোর বংশোদ্ভূত ওই শিক্ষানবিশ আইনজীবী আসমে বেলফাকির।

ইতালির বোলোগ্নার একটি আঞ্চলিক প্রশাসনিক আদালতে শুনানি চলাকালে বিচারক জিয়ানকার্লো মোজজারেলি মুসলিম আইনজীবী আসমে বেলফাকির’কে তার মাথার হিজাব খুলতে নির্দেশ দেন। অন্যথায় তাকে আদালতের কক্ষ হতে বেরিয়ে যাওয়ারও নির্দেশ দেন।

Related Post

গত সোমবার আনদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাতকারে আসমে বেলফাকির বলেছেন, ‘ওই মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সকল আইনজীবিদের সঙ্গে আমিও আদালত কক্ষে প্রবেশ করি। হঠাৎ বিচারক বলতে শুরু করলেন যে, ‘আপনি কি খুলতে পারেন?’ ওই বিচারক হিজাবের কথা উল্লেখ করেননি এবং আমার দিকে তাকানও নি। আমি ভেবেছিলাম তিনি অন্য কাওকে তার বা তাদের কোট খোলার জন্য বলেছেন। আমি কল্পনাও করতে পারছিলাম না যে তিনি আমাকেই বলছিলেন। তারপর আমি তার দিকে তাকালাম ও বিষয়টি উপলব্ধি করতে পারলাম। আমি অবাক হয়ে গেলাম ও তার কাছে জিজ্ঞেস করলাম, আমার হিজাবের কথা বলছেন?’

তিনি আরও বলেন, ‘আমার কথা শেষ হওয়ার পরক্ষণই তিনি বললেন: ‘হ্যাঁ, আপনি যদি এই আদালতে থাকতে চান, তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে এটি অপসারণ করতে হবে।’

আসমে বেলফাকির বলেন, ‘আমি জবাবে তাকে বলেছি, ‘আমি এটা খুলতে যাচ্ছি না। আমি বাইরেই যাচ্ছি।’

তিনি আরও জানান, বের হওয়ার জন্য যেইমাত্র তিনি দরজা খুলছিলেন, সেই মুহূর্তে বিচারক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘হ্যাঁ, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এটি করা হয়েছে।’

ওই মুসলিম আইনজীবী বলেন, ‘এই প্রেক্ষাপটে সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে বিচারকের মন্তব্য শুনে সত্যিই আমার কাছে খুবই খারাপ লেগেছিল। শিক্ষানবিশ হিসেবে আমি সেখানে কেবল শিখতে গিয়েছিলাম; কিভাবে আইনের প্রয়োগ করা উচিত। আমার ধর্মের কারণে আমাকে অপমান করা কতোটুকু যুক্তিসঙ্গত আমি তা জানি না।’

বেলফাকির আরও বলেন, ‘আমি ওই বিচারক সম্পর্কে অনেক কিছুই শুনেছি; তার কার্যবিবরণী ও তার ব্যক্তিগত চিন্তাভাবনা। আমি নিশ্চিত যে, সে আর কখনও কাওকে তার হিজাব খুলে ফেলার জন্য বলবেন না, কারণ হিজাব পরিধানের মাধ্যমে কেও তার সংস্কৃতিকে অপমান করছে না।’

বেলফাকির বলেছেন, বিচারকের জানা উচিত যে কেনো তিনি হিজাব পরিধান করেছেন, এটি বিচারিক শুনানি বা শিক্ষানবিশ আইনজীবী হিসেবে তার দক্ষতাকে প্রভাবিত করছে না।

ওই মুসলিম আইনজীবী বলেন, ‘যেহেতু এটি অন্যদের নেতিবাচকভাবে প্রভাবিত করছে না। তাই এই ক্ষেত্রে আইনের উচিৎ হবে মানুষকে এবং তাদের ধর্মের পূর্ণ স্বাধীনতা রক্ষা করা।’

This post was last modified on জানুয়ারী ২৪, ২০১৮ 1:45 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

বাংলা সাল যেভাবে এলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বৈশাখ এলে বাংলা সালের কথা আমাদের মনে পড়ে। আসলে এই…

% দিন আগে

নদী ও নৌকা: এক অসাধারণ গ্রামের দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৭ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

আপনি কী জনেন দিবানিদ্রার অভ্যাসে বাড়তে পারে ডিমেনশিয়ার ঝুঁকি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিনের বেলায় ঘুমানোকে আমরা ভাত ঘুম বলে থাকি। তবে দিনের…

% দিন আগে

ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ সেশনের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডিপিএস এসটিএস সিনিয়র স্কুল অডিটোরিয়ামে আয়োজিত হয়েছে ডিপিএস এসটিএস স্কুল…

% দিন আগে

এসসিবি-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩: ‘সেরা কৃষি প্রতিষ্ঠান’ স্বীকৃতি পেলো আইফার্মার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যান্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩- এর…

% দিন আগে

দেশের জনপ্রিয় অভিনেত্রীর ছোটবেলার ছবি: বলুনতো এটি কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি দেশের জনপ্রিয় একজন অভিনেত্রীর ছোটবেলার…

% দিন আগে