দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ২ এপ্রিল হতে শুরু হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। ঢাকা শিক্ষাবোর্ড এই তথ্য প্রকাশ করা হয়েছে।
এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বলা হয়েছে, রুটিন অনুযায়ী আগামী ২ এপ্রিল বাংলা প্রথমপত্র (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ মে পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে তা চলবে ২৩ মে পর্যন্ত। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ১২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা বোর্ড সূত্রে বলা হয়েছে, এবার কম্পিউটার বিষয়ে পৃথকভাবে পরীক্ষার আয়োজন করা হবে। আইসিটি বিষয়ের মধ্যে এই কম্পিউটার বিষয়টি আন্তর্ভুক্ত করা হয়েছে। সে কারণে প্রতিবছর এইচএসসি পরীক্ষা মোট ৪৪ দিন ধরে আয়োজন করা হলেও এবার তা ৪২ দিন পর্যন্ত চলবে।
এবার সারাদেশে মোট ৫৮টি কেন্দ্রের মাধ্যমে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস ও নানা অভিযোগে অভিযুক্ত হওয়ায় গত বছরের চাইতে এবার ৬টি কেন্দ্র কমানো হয়েছে। ঢাকায় অবস্থিত বাতিল কেন্দ্রগুলো হলো: ড. শহীদুল্লাহ কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, ধানমন্ডিস্থ নিউ মডেল কলেজ, ঢাকা ক্যান্ট. গালর্স কলেজ, আবতাব নগরের ইমপেরিয়াল কলেজসহ আরও একটি কলেজ।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে বলেছেন, চলতি বছর শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার রুটিন তৈরি হয়েছে। সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হলেই সেটি প্রকাশ করা হবে।
তিনি আরও বলেছেন, প্রতিবছর ১ এপ্রিল হতে এইচএসসি পরীক্ষা শুরু হয়। তবে এবছর সেদিন স্টার সানডে হওয়ায় পরীক্ষার রুটিন একদিন পিছিয়ে তৈরি করা হয়।
This post was last modified on ফেব্রুয়ারী ১৮, ২০১৮ 7:30 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশে আজ বুধবার (৯ এপ্রিল) হতে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনৈকা তরুণী ২০২২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর একাধিক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৯ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ২৬ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটু হাঁটাহাঁটি করলেই দরদর করে ঘাম হচ্ছে। যতোদিন এগোবে, গরম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের কারণে বিশ্বব্যাপী পণ্যের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের ক্ষুদ্রতম পেসমেকারটি ছোট একটি চালের দানার মতো আকার। এতেই…