দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডাচ কোম্পানির উড়ুক্কু গাড়ি এখন বাজারে! জেনেভা মোটর শোতে প্যাল-ভি নামে এই কোম্পনি তাদের তৈরি তিন চাকার গাড়ি-কাম-হেলিকপ্টার প্রদর্শন করে।
এই গাড়ির মাথার ওপর হেলিকপ্টারের মতোই রোটর বা পাখা রয়েছে, যা আবার ভাঁজ করে রাখা যায়। এর পেছন দিকে রয়েছে আরও একটি প্রপেলার।
নতুন এই গাড়িটির নাম দেওয়া হয়েছে `লিবার্টি`। মাটির ওপর গাড়ি হিসেবে চলার সময় এই গাড়িটির সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ৯৯ মাইল। এটি ওড়ার সময় সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ১১২ মাইল। ব্রিটিশ মুদ্রায় এর দাম পড়বে ২ লাখ ৬৮ হাজার পাউন্ড।
এই গাড়ি সম্পর্কে প্যাল ভি কোম্পানির প্রধান নির্বাহী রবার্ট ডিঙ্গেমান্স বলেছেন, লিবার্টিকে নিয়ে আপনি আপনার গ্যারেজ হতে যাত্রা শুরু করতে পারবেন এবং সোজা আপনি যেখানে যেতে চান সেখানেই গিয়ে নামতে পারবেন।
তবে ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয়ের এনার্জি রিসার্চ সেন্টারের প্রধান হ্যারি হোস্টার বলেছেন, জাইরোকপ্টারের সুবিধে হলো এটি খুব কম জায়গার মধ্যে নামতে সক্ষম। তবে ওড়ার সময় তাকে সামনের দিকে কিছুটা ছুটে একটা গতিবেগ সঞ্চয় করতে হয়। তাই বাড়ির ছাদ হতে এটি উড়তে পারবে না। তাছাড়া ঘনবসতি পূর্ণ এলাকায় এটি ওড়ানোর সমস্যাও রয়েছে। কারণ এর পাখা ঘোরার জন্য চারপাশে বেশ খানিকটা ফাঁকা জায়গার প্রয়োজন পড়ে। তারপর আরও রয়েছে শব্দের সমস্যা।
বিবিসির এক খবরে জানা যায়, প্যাল-ভিই একমাত্র কোম্পানি নয়, বাণিজ্যিকভাবে উড়ন্ত গাড়ি তৈরির চেষ্টা করছে আমেরিকান কোম্পানি টেরাফুগিয়া। তারা এক ধরণের উড়ন্ত গাড়ি তৈরি করেছে, যে গাড়ির অনেকটা প্লেনের মতোই পাখা রয়েছে। এটি মাটিতে নামার পর সুন্দরভাবে ভাঁজ করে রাখা যায়।
এই কোম্পানির প্রধান নির্বাহী ক্রিস জারান বলেছেন, এই গাড়ি আপনার গ্যারেজেও থাকতে পারে। আপনি এটা চালিয়ে এয়ারপোর্টে যাবেন। তারপর উড়ে আবার অন্য এয়ারপোর্টে যাবেন। তারপর পাখা ভাঁজ করে নিয়ে আবার গাড়িতে পরিণত হয়ে আপনার গন্তব্যে চলে যেতে পারবেন। এই গাড়ির দাম পড়বে ২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। তবে সমস্যা হলো এজন্য আপনাকে একটা বিমানবন্দর ব্যবহার করতে হবে।
আরও বেশ কিছু কোম্পানি উড়ন্ত গাড়ি তৈরি করছে। তবে ব্যক্তিগত উড়ন্ত গাড়ির সামনে এখনও বহু সমস্যা বিদ্যমান। কারণ গাড়ি চালানো ও যে কোনো রকম বিমান ওড়ানোর মধ্যে অনেকটা তফাৎ। উড়ন্ত গাড়ি চালাতে হলে আপনার পাইলটের লাইসেন্সও লাগবে, যে কারণে সমস্যা তৈরি হবে।
This post was last modified on মার্চ ১৫, ২০১৮ 1:51 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…