ক্লাবের জন্য নিবেদিত প্রাণ, জাতীয় দলের জন্য নয়। ক্লাবের হয়ে উজ্জ্বল, জাতীয় দলের হয়ে ম্রিয়মাণ! নিজ দেশে এসব অপবাদ প্রায়ই শুনতে হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তবে গতকাল সুইজারল্যান্ডের মাটিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে নিজে গোল করে পর্তুগীজদের আনন্দে ভাসান সিআরসেভেন। তার দেয়া এক গোলই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়।
প্রথম অর্ধে ধীরে শুরুর পর মাত্র ছয় মিনিটেই পর্তুগালের গোলপোষ্টে বল জড়ানর দুরন্ত সুযোগ পেয়েছিলো ক্রোয়েশিয়া। গোলপোষ্টের সামনে দাঁড়ানো ওলিককে একা দেখতে পেয়ে বল এগিয়ে দেন লিচেভিক। কিন্তু ওলিক দ্রুততার সাথে ফিনিশিং দিতে ব্যর্থ হন, ফলে বল ধরে ফেলেন পর্তুগীজ গোলকিপার সুবাসিক।
এরপরই আক্রমণে সজাগ হয়ে ওঠে পর্তুগাল। রোনালদো পুরো মাঝমাঠ জুড়ে ব্যস্ত রেখেছেন ক্রোয়েশিয়াকে। ১৮ মিনিটের মাথায় ফ্যাবিও কন্ট্রাও’র সাথে রোনালদো’র রসায়ণটা ভালো জমলে তখনই গোল পেয়ে যায় পর্তুগাল, কিন্তু ফুটবল ভাগ্যদেবী হয়তো তখনই অতো দয়ালু হতে চাইলেন না।
৩৬ মিনিটে হঠাৎই ডিফেন্ডার সিলভিও’র কাছ থেকে বল পেয়ে যান রোনালদো। ক্রোয়েশিয়ান ডিফেন্ডারদের এড়িয়ে গিয়ে ম্যাচের একমাত্র গোলটি বাঁপায়ের জাদু দিয়ে গোলপোষ্টের কোণা দিয়ে বল জালে পাঠিয়ে দিলেন তিনি।
ক্রোয়েশিয়ার তারকা খেলোয়াড় ভিয়েরিনহা পুরো ম্যাচে অসংখ্য সুযোগ হাতছাড়া করেছে। ৭৮ মিনিটে গোলের খুব কাছাকাছি যেতে পেরেছিলো তারা। কিন্তু গোলবারে বল লেগে ফিরে এসে ক্রোয়েশিয়াকে নিরাশ করে সুইজারল্যান্ডের স্টেডিয়াম।
১-০ গোলে জেতাটাতে সবাই খুশি হলেও পর্তুগীজ খুশি নয়। রোনালদোও নিজের মাটিতে পা রেখে কথা বলেছেন। তাঁর লক্ষ্য এখন শুধুই বিশ্বকাপ নিয়ে!
This post was last modified on জুন ১১, ২০১৩ 11:41 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ত সময় পার করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী…